1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মালদ্বীপে হাসিনা-মনমোহন বৈঠক

১০ নভেম্বর ২০১১

মালদ্বীপে সার্ক শীর্ষ সম্মেলন শুরু হবার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং দ্বিপাক্ষিক বৈঠক করেন৷ শিগগিরই বাংলাদেশের সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তি সই হবে বলে জানান মনমোহন৷

https://p.dw.com/p/138Ic
Bangladesh Prime Minister Sheikh Hasina, left, and Indian Prime Minister Manmohan Singh wave to the media after Hasina received Singh at the airport in Dhaka, Bangladesh, Tuesday, Sept. 6, 2011. Singh began a visit to Bangladesh on Tuesday aimed at warming often prickly ties between the two South Asian neighbors. (Foto: Pavel Rahman/AP/dapd)
তিস্তার জট ছাড়াতে ঢাকা থেকে মালদ্বীপে দুই নেতাছবি: dapd

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মালদ্বীপের আদ্দু সিটির ইকুইটোরিয়াল কনভেনশন সেন্টারে ৮ দেশের সরকার প্রধানদের অংশগ্রহণের মধ্য দিয়ে সার্ক শীর্ষ সম্মেলন শুরু হয়৷এবারের সম্মেলনের মূল থিম - ‘সেতুবন্ধ রচনা'৷ সম্মেলনে আঞ্চলিক যোগাযোগ, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু পরির্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলাকে গুরুত্ব দেয়া হচ্ছে৷ দক্ষিণ এশিয়ার ৮টি সদস্য দেশের সরকার প্রধানরা অংশ নিয়েছেন৷

সম্মেলন শুরুর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং আদ্দু সিটির সাংগ্রিলা রিসোর্টে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন৷ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ সহায়তা ব্যবহার করে ট্রানজিটের জন্য দ্রুত অবকাঠামো উন্নয়নের তাগিদ দেন৷ তিনি আশুগঞ্জে চালু হওয়া পরীক্ষামূলক ট্রানজিটে যেসব ত্রুটি পাওয়া গেছে তা সারিয়ে তুলতে দু'দেশের মধ্যে আরো আলোচানার জন্য বৈঠকের কথা বলেন৷ ভারতের প্রধানমন্ত্রী সীমান্ত বাজার আরো সম্প্রসারণের আগ্রহ দেখান৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত চিহ্নিতকরণ চুক্তি বাস্তবায়নের জন্য ভারতের পার্লামেন্টে দ্রুত নোটিফিকেশন করার তাগিদ দেন৷এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তার পানিবণ্টন বিষয়টি উত্থাপনের আগেই ভারতের প্রধানমন্ত্রী বলেন, তার সরকার তিস্তার পানিবণ্টন চুক্তি চূড়ান্ত করা নিয়ে কাজ করছে৷বিষয়টি নিয়ে সিদ্ধান্ত দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সময় চেয়েছেন৷ ভারত আশা করে এই চুক্তির ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শিগগিরই ইতিবাচক সিদ্ধান্ত দেবেন৷

এদিকে বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া মনে করেন সার্ককে কার্যকর এবং গতিশীল করতে চীনকে সার্কের সদস্যপদ দেয়া উচিত৷ চীনা কমিউনিষ্ট পার্টির নেতা লিউ শি-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সার্কের সদস্যপদের ব্যাপারে আগ্রহ দেখালে তিনি এ কথা বলেন৷ বৈঠক শেষে এই তথ্য সাংবাদিকদের জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির৷

আগামীকাল সার্ক ঘোষণার মধ্য দিয়ে সার্ক শীর্ষ সম্মেলন শেষ হবে৷ পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে নেপালে৷এবারের সম্মেলনে ৪টি চু্ক্তি সই হতে পারে৷ উল্লেখ্য, আঞ্চলিক সহযোগিতার অঙ্গীকার নিয়ে সার্কের যাত্রা শুরু হয় ১৯৮৫ সালে৷ তখন এর সদস্য ছিল ৭টি রাষ্ট্র - বাংলাদেশ, ভারত , পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকা এবং মালদ্বীপ৷ পরে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয় আফগানিস্তান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য