1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘হাসিনা কলকাতায় গেলে তিস্তা নিয়ে সমাধান মিলতে পারে’

৯ নভেম্বর ২০১১

সার্ক সম্মেলনে তিস্তা নিয়ে হাসিনা-মনমোহন বৈঠকের পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন উৎসবেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হয়তো আলোচনা করবেন শেখ হাসিনা৷ সাংবাদিক সুকান্ত গুপ্ত অলকের বিশ্লেষণ৷

https://p.dw.com/p/13738
বাংলাদেশ সফরে ড. মনমোহন সিং, সঙ্গে শেখ হাসিনাছবি: dapd

গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর বাংলাদেশ সফর এবং তিস্তা চুক্তি নিয়ে আলোচনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহযোগিতার ফলে ব্যর্থ হয়ে যায়৷ এরপর থেকে এই চুক্তির বাস্তবায়ন নিয়ে বাংলাদেশের মানুষের একটি প্রত্যাশা রয়েছে৷ মালদ্বীপে আসন্ন সার্ক সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সঙ্গে শেখ হাসিনার বৈঠকে এ প্রসঙ্গ উঠবে বলে ধারণা করা হচ্ছে৷ শেখ হাসিনা নিজেও এ বিষয়ে জানিয়েছেন যে মালদ্বীপে সার্ক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে মনমোহন সিং-এর সঙ্গে বৈঠকে বেশ কিছু প্রসঙ্গ উঠে আসবে৷ বাংলাদেশের পরাষ্ট্রমন্ত্রকও এই বৈঠকটির বিষয়ে যথেষ্ট আশাবাদী৷

এরপরেও যে সম্ভাবনার দিকে তাকিয়ে রয়েছেন বাংলাদেশের মানুষ, তা'হল আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে শেখ হাসিনার কলকাতা সফর৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে হাসিনাকে আমন্ত্রণ জানানোর এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর তিস্তার পানিবণ্টন নিয়ে আলোচনার একটি সম্ভাবনার কথা বারবার বলছে পশ্চিমবঙ্গের মিডিয়া৷ যদিও শেখ হাসিনার দপ্তর সূত্রে এ বিষয়ে এখনও কোন সঠিক দিনক্ষণ জানানো হয়নি, বা জানানো হয়নি হাসিনা এই আমন্ত্রণ গ্রহণ করবেন কিনা৷ এ বিষয়ে সন্দেহ নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রশাসক হিসেবে তাঁর রাজ্যের স্বার্থ দেখতে চাইবেন, সেটি স্বাভাবিক৷ তবে তারপরেও সরাসরি শেখ হাসিনার সঙ্গে তাঁর আলোচনার পরে এই চুক্তির জট খোলার সম্ভাবনা রয়েই যাচ্ছে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই