1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মজা করতে গিয়ে বিপত্তি

১৯ মার্চ ২০১৯

মজা করে বন্ধুকে ধাক্কা দিয়ে সেতু থেকে ফেলে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের এক তরুণী৷ সেই ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে৷ এমন কাণ্ডজ্ঞানহীন কাজের জন্য এখন দোষী সাব্যস্ত হয়েছেন তিনি আদালতে৷

https://p.dw.com/p/3FJhc
Kalifornien USA Golden Gate Bridge San Francisco
ছবি: Imago/imagebroker

ওয়াশিংটনের ভ্যানকুভারের মলটন ফলস ব্রিজের উপর দাঁড়িয়ে ১৬ বছরের জর্ডান হোলজারসন৷ পেছন থেকে সজোরে তাঁকে ধাক্কা দিলেনসঙ্গী টেলর স্মিথ৷ অপ্রস্তুত অবস্থায় ধাক্কা খেয়ে ষাট ফুট নীচে পড়ে যান হোলজারসন৷ এতে তাঁর পাঁজরে ভাঙার পাশাপাশি ছিদ্র হয় ফুসফুসও৷ গেল বছরের আগস্টের এই ঘটনার ১০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ ভিডিওটি এখন পর্যন্ত ২২ লাখ বারের বেশি দেখা হয়েছে ফেসবুকে৷

 

এই ঘটনা গড়ায় আদালতে৷ অবিবেচনাপ্রসূত কর্মের দায়ে ১৯ বছরের টেইলর স্মিথকে দোষী সাব্যস্ত করেছে ক্লার্ক কাউন্টি ডিস্ট্রিক্ট কোর্ট৷ এই মাসের শেষে তাঁর বিরুদ্ধে রায় দেয়ার কথা রয়েছে৷

এফএস/এসিবি (ফক্স নিউজ, এবিসি নিউজ) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য