1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দূরদর্শনের মিউজিকের সঙ্গে ব্রেক ড্যান্স

১১ মার্চ ২০১৯

ডয়চে ভেলে বাংলার কন্টেন্ট পার্টনার দূরদর্শনের আইকনিক সুরের তালে ব্রেক ড্যান্স দিয়ে রীতিমত হিরো বনে গেছেন এক তরুণ৷ ভিডিও দেখছেন লাখো মানুষ৷

https://p.dw.com/p/3ElQ1
Indien Mumbai Breakdance Slumgods
ছবি: Punit ParanjpeAFP/Getty Images

দূরদর্শনের যে বিশেষ সুরসংকেতটি রয়েছে তা ভারতীয়দের মুখস্থ৷ দূর থেকে শুনলেই চোখে ভাসে দূরদর্শনের আইকনিক লোগোর চেহারা৷ এবার এই সুরের সঙ্গে মিলিয়ে অদ্ভুত নাচ নাচলেন এক তরুণ৷ তাঁর নাম বৈশাখ নায়ার৷

নাচটি রীতিমত ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ আর নাচটি এতই চমৎকার লেগেছে সবার কাছে যে, দূরদর্শনের ডিরেক্টর জেনারেল সুপ্রিয় সাহু নিজেই

ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন৷ লিখেছেন, ‘‘এক কথায় অসাধারণ''৷

অবশ্য প্রথমে ভিডিওটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিক-টকে শেয়ার করা হয়েছিল৷ পরে তা টুইট করার পরই ভাইরাল হয়ে যায়৷ অনেকেই রিটুইট করেছেন৷ একজন লিখেছেন, ‘দূরদর্শন জন্মেও এমনটি কল্পনা করেনি৷'

গত সোমবার টুইটারে ছাড়ার পর শনিবার পর্যন্ত প্রায় ২ লাখ ১৫ হাজার বার দেখা হয়ে গেছে ভিডিওটি৷

জেডএ/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান