1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাল্লুকের তাড়া খেলেন দুই মাউন্টেন বাইকার

১০ মে ২০১৭

স্লোভাকিয়ার জঙ্গলে হেলমেট ক্যাম লাগিয়ে মাউন্টেন বাইকিং করছিলেন ডুসান ভিনজিক ও তাঁর বন্ধু৷ হঠাৎ এক সুবিশাল বাদামি ভাল্লুক একজনকে তাড়া করতে শুরু করে৷ তারপর?

https://p.dw.com/p/2cjua
Bär schüttelt sich Wasser aus dem Fell
ছবি: picture alliance/dpa/F. Gentsch

ডুসানের মাথার হেলমেটে হেলমেট ক্যাম লাগানো ছিল, তাই বোধহয় তিনি ছিলেন পিছনে৷ পাহাড়ের গায়ে সর্পিল রাস্তা, পিচের নয়, মাটি ও কাঁকর ফেলা৷ তার ওপর দিয়ে সাঁ সাঁ করে ডাউনহিল নামছেন দুই বন্ধু৷

হঠাৎ দেখা গেল, একটি বাদামি ভাল্লুক ডানদিক থেকে এসে রাস্তার ধার দিয়ে দৌড়চ্ছে, যেন ডুসানের বন্ধুটিকে ধাওয়া করছে৷ ডুসান চিৎকার করে তাঁর বন্ধুটিকে জানাতে, বন্ধু সাইকেল থামিয়ে নেমে দাঁড়ালেন৷ দু'জন বাইকার বলে, নাকি ডুসানের চিৎকারে ভাল্লুক আর তাদের দিকে না এসে অন্যদিকে চলে গেল৷

ডুসান যে ঠিক কাজ করেছেন, তার প্রমাণ হলো এই যে, আর একটু পরেই রাস্তাটা পুরোপুরি মোড় নিয়ে আরো নীচে নেমে গেছে – অর্থাৎ দুই বাইকার আর খানিকটা গেলেই ভাল্লুকটা ওপর থেকে তাদের আক্রমণ করতে পারত৷

২০১৭ সালের ৮ই মে ভিডিওটি ইউটিউবে আপলোড করেন ডুসান ভিনজিক৷ এ পর্যন্ত প্রায় দশ লাখ মানুষ দেখেছেন৷ ইউরোপের কেন্দ্রে বুনো ভাল্লুক আজও বাইকারদের তাড়া করতে পারে৷ এই মহাদেশটা সংস্কৃতি আর প্রকৃতির এমনই একটা অদ্ভুত মিশ্রণ৷

এসি/এসিবি