1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাল্লুক শিকারও যেখানে ব্যবসা

১১ এপ্রিল ২০১৭

রোমানিয়ার ট্রান্সিলভানিয়া অঞ্চলে যে শুধু কাউন্ট ড্র্যাকুলার বাস, এমন নয়; সেখানে বাস করে ইউরোপের সবচেয়ে শক্তিশালী শিকারি জীব: বাদামি ভাল্লুক৷ সেই বাদামি ভাল্লুক শিকার করতে দেওয়া উচিত কিংবা অনুচিত, তাই নিয়েই বিতর্ক৷

https://p.dw.com/p/2b1Uh
Braunbär auf einem Baum, im Reservat in Pristina, Kosovo
ছবি: Elian Hadj-Hamdi

রোমানিয়ার ট্রান্সিলভানিয়া অঞ্চলের জঙ্গলে থাকে ইউরোপের সবচেয়ে বড় শিকারী প্রাণী: ব্রাউন বেয়ার বা বাদামি ভাল্লুক৷ গেমকিপার অ্যাটিলা চিকি ও তাঁর সতীর্থরা গাড়িতে করে একটি হান্টিং স্ট্যান্ডের দিকে যাচ্ছেন৷ আগে তারা এই জঙ্গলে বড়লোক মক্কেলদের নিয়ে দিনের পর দিন শিকারের প্রতীক্ষায় কাটিয়েছেন – কেননা সৌখীন শিকারিরা ট্রফি হিসেবে একটি ভাল্লুকের চামড়া সঙ্গে নিয়ে যেতে চান৷

হঠাৎ একটা ভাল্লুক দেখা দিল...

শিকারী অ্যাটিলা চিকি বললেন, ‘‘আট বা ন'বছর বয়স৷ বেশ বড় একটা মদ্দা ভাল্লুক৷'' ভাল্লুকটা এসেছে বাগানের ময়লা ফেলার ঢিবির খোঁজে – শিকারীরা যা টোপ হিসেবে ব্যবহার করেন৷ এই আকারের একটি ভাল্লুক মারার জন্য মক্কেলরা ৭,০০০ ইউরো পর্যন্ত দিতে রাজি৷

অ্যাটিলা বললেন, ‘‘এই হিংস্র প্রাণীগুলিকে যে আর শিকার করা চলে না, তা আমাদের পক্ষে একটা বড় লোকসান৷ অথচ আমাদের দেশে ঐ অর্থের বিশেষ প্রয়োজন৷ আমাদের অনেকেরই দেউলিয়া হয়ে যাবার ভয় রয়েছে৷''

কোটি কোটি ইউরোর ব্যবসা

ইউরোপীয় ইউনিয়নে বহু প্রজাতির প্রাণী সংরক্ষিত, তাদের মধ্যে ভাল্লুকও পড়ে৷ কিন্তু আইনের ফাঁক থাকার ফলে রোমানিয়ায় শিকার একটা কোটি কোটি ইউরোর ব্যবসা হয়ে দাঁড়িয়েছিল৷ ২০১৬ সালের শেষের দিকে রোমানিয়া সরকার সখের শিকার নিষিদ্ধ করে – যা শিকারের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের একেবারেই পছন্দ হয়নি৷ শিকারিদের দাবি হলো যে, ভাল্লুকদের সংখ্যা বাড়ছে: জঙ্গলে নাকি ক্রমেই আরো বেশি ভাল্লুকের পায়ের ছাপ দেখা যাচ্ছে৷

শিকারী সান্দর ফেরেঞ্চে বললেন, ‘‘ভাল্লুকদের সংখ্যা বড় বেশি – জঙ্গলে বড় বেশি ভাল্লুক রয়েছে৷ কাজেই তারা ছড়িয়ে পড়ছে, এমনকি গ্রামেও ঢুকছে৷''

রোমানিয়ার বড় শহরগুলোর বাসিন্দারা শিকার নিষিদ্ধ করার সপক্ষে৷ কিন্তু গ্রামাঞ্চলে ভাল্লুকরা মানুষ ও গৃহপালিত পশুর পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে৷ খিদে পেলে ভাল্লুকরা সব কিছু করতে রাজি৷ সপ্তাহ কয়েক আগে একটা ভাল্লুক এই খামারমালিকের গরু মারে৷ পশুপালক ফেরেঞ্চ বিরো শোনালেন তাঁর কাহিনি: ‘‘প্রথমে ভাল্লুকটা জানলা দিয়ে ঢোকার চেষ্টা করে: এখানে তার নখের আঁচড় দেখতে পাওয়া যাচ্ছে৷ তাতে কাজ না হওয়ায় সে দরজা ভেঙে আমার গরুগুলোকে আক্রমণ করে৷''

দোষ কার?

মানুষেরও যে দোষ নেই, এমন নয়৷ অনেক গ্রাম জঙ্গলের গা ঘেঁষে আর বাসিন্দারা বাইরেই তাদের ময়লা ফেলেন – সর্বভূক ভাল্লুকদের কাছে যা ভুরিভোজের আমন্ত্রণ৷ অনেক জায়গায় ময়লা ফেলার বাক্সগুলোকে আজকাল খাঁচার মধ্যে রাখা হয় – তাতেও অনেক সময় কাজ হয় না৷ এখানে একটি ভাল্লুক খাঁচার তলার কংক্রিটের চাতাল ভেঙে ফেলে তার খাবার হাতিয়েছে৷ রোমানিয়ার শিকারীরা বলছেন যে, সরকার ভাল্লুক শিকার নিষিদ্ধ করার পর এ বিপদ বাড়তেই থাকবে৷

রোমানিয়ার শিকার সমিতি ইওসেফ বেনকে বললেন, ‘‘তার ফল হয়েছে এই যে, ভাল্লুকরা মানুষের ভয় হারিয়ে ফেলেছে, কেননা তাদের আর শিকার করা হয় না৷ এর ফল খুব খারাপ হতে পারে৷''

শিকারিদের অনেকের রাগ এই মানুষটির উপর৷ লিওনার্দো ব্রিচস্কি পশু অধিকার আন্দোলনকারী ও ভাল্লুক বিশেষজ্ঞ: তিনি ভাল্লুক শিকারের উপর নিষেধাজ্ঞা পাশ করতে সাহায্য করেছেন৷ তিনি বলেন যে, বিপজ্জনক ভাল্লুকদের কথা বলে শুধু আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে৷

ভাল্লুক ত্রাণ

হার্ঘিতা ভাল্লুক ত্রাণ কেন্দ্রের প্রধান লিওনার্দো ব্রিচস্কির মতে, ‘‘নানা দিক থেকে বিচার করলে, ভাল্লুকরা খুব শান্ত, ঠান্ডা মাথার প্রাণী৷ বহু ক্ষেত্রে তার প্রমাণ পাওয়া গিয়েছে৷ রোমানিয়ার বহু অঞ্চলে ভাল্লুকরা শহরে ঢুকে ময়লা ফেলার জায়গায় আসে৷ কিন্তু ভাল্লুকরা মানুষকে আক্রমণ করেছে, এমন ঘটনা সত্যিই বিরল৷ মোটরগাড়ি তার চেয়ে অনেক বড় বিপদ বলে আমার ধারণা; আমাদের এক মিটার দূর দিয়ে প্রতিদিন কতো গাড়ি যায়...৷''

লিওনার্দো একটি ভাল্লুক ত্রাণ কেন্দ্র চালাচ্ছেন৷ তিনি নিশ্চিত যে, শিকারিদের একমাত্র চিন্তা হলো তাদের কোটি কোটি ইউরোর ব্যবসা৷ সারা পৃথিবীর সৌখীন শিকারিরা ভাল্লুক শিকার করতে আকুল, আর রোমানিয়ার শিকারী সমিতি একটি ভাল্লুক শিকারের জন্য তিন থেকে আট হাজার ইউরো দাম নেয়৷

শিকারিদের বক্তব্য হলো যে, ভাল্লুকদের সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে৷ তাঁরা চান যে, এই সংখ্যা আয়ত্তের মধ্যে রাখার জন্য বছরে ১০০টি অবধি ভাল্লুক শিকারের অনুমতি দেওয়া হোক৷ নিষেধাজ্ঞার ফলে শুধু বেআইনি শিকারকে উৎসাহ দেওয়া হচ্ছে বলে হান্টিং অ্যাসোসিয়েশনের যুক্তি৷ কিন্তু আপাতত তাদের ইউরোপের সবচেয়ে শক্তিশালী শিকারি জীবটির সঙ্গে সহাবস্থান শেখা ছাড়া আর কোনো উপায় নেই৷

ফাইস্ট/হার্টলেপ/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য