1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের রাজপথে স্কুটারচালক নারীরা

১৭ ফেব্রুয়ারি ২০২০

ভারতে নারীরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অধিকার নিশ্চিত করছেন৷ শহর ও গ্রামের নারীরা স্কুটার চালিয়ে নিজেদের সুবিধামতো যাতায়াত করতে পারছেন৷ নানা বাধা ও ঝুঁকিও তাঁদের দমিয়ে রাখতে পারছে না৷

https://p.dw.com/p/3XsTG
Indien Frauen Motorrad Club Bikerni
ছবি: DW/S. Chowdhury

ভারতের এক ছোট শহরে এক গৃহবধু সপ্তাহখানেক আগে স্কুটার চালাতে শিখেছেন৷ এবার তিনি পথে নামতে প্রস্তুত৷ মমতা ও প্রেমার সামনে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে৷ একইসঙ্গে স্কুটার ও সংসার সামলানো মোটেই সহজ কাজ নয়৷ প্রেমা বলেন, ‘‘আমরা খুব ভোরে উঠে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করি৷ স্কুলের জন্য প্রস্তুত করিয়ে পৌঁছে দেই৷ তারপর রান্নাবান্না, ঘরের কাজ থাকে৷ সে সব সেরে এখানে এসে স্কুটার চালানো শিখি৷''

শিক্ষানবিস চালক হিসেবে দীপিকা কালা মনে করেন, ‘‘আজকাল স্কুটার চালানো অত্যাবশ্যক হয়ে পড়েছে৷ যাতায়াত করতে খুব সুবিধা হয়৷ অনেক সময় বাঁচে৷ মেয়েরা ও নারীরা কলেজ ও অফিসে যাচ্ছে এবং স্কুটার এখন খুব জরুরি হয়ে উঠেছে৷''

যাতায়াতের ক্ষেত্রে বেশিরভাগ নারী আজও পুরুষের উপর নির্ভরশীল৷ স্কুটার সহজে চালানো সম্ভব হলেও পথঘাটের অবস্থা মোটেই ভালো নয়৷ স্কুটার শেখানোর প্রশিক্ষক ভাবনা মাঝিলা বলেন, ‘‘কিছু মানুষ রাস্তাঘাটে আমাদের সঙ্গে সহযোগিতা করে৷ বলে, তোমরা এগিয়ে যাও৷ আমরা অপেক্ষা করলে সমস্যা নেই৷ কিন্তু সবাই এমন সহযোগিতা করে না৷ কেউ বলে, আমি আগে যাবো, তুমি পেছনে থাকো৷''

অনেক ছোট শহর ও গ্রামে নারীরা এই প্রথম পরিবহণ কাঠামোর মধ্যে নিজেদের জায়গা করে নেবার চেষ্টা করছেন৷ কেউ সময় বাঁচাতে ও প্রয়োজনের তাগিদে নারীদের স্কুটার চালানোর পক্ষে৷ কারো মতে, নারীরা আচমকা ব্রেক করেন৷ ভিড় এলাকায় গিয়ে তাঁরা দিশাহারা হয়ে পড়েন৷

ভারতের পুরুষতান্ত্রিক সমাজে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে অনেক নারীকে কঠিন সংগ্রাম করতে হয়েছে৷ একাধিক ঝুঁকি সত্ত্বেও নারীরা যাতায়াতের অধিকার ছিনিয়ে নিচ্ছেন৷ ভারতের গ্রামাঞ্চলেও নারীদের স্কুটার চালানোর দৃশ্য স্বাভাবিক হয়ে উঠছে৷

ওংকার সিং জানোটি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য