1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির উন্নয়ন সংস্থা জিটিজেড

১৮ জুলাই ২০১২

গোটা বিশ্বে সরকারি পর্যায়ে সহযোগিতার মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালিয়ে আসছে জার্মানির জিআইজেড৷ এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষাও অন্যতম৷

https://p.dw.com/p/15ZAw
ছবি: picture-alliance/dpa

জার্মানির জিআইজেড সংস্থা বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা উন্নয়নমূলক কাজ চালিয়ে থাকে৷ এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার উন্নতির লক্ষ্যেও বেশ কিছু প্রকল্প চলছে৷ জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের কাছে এশবর্ন'এ জিআইজেড'এর সদর দপ্তরে উপদেষ্টা হিসেবে এই সব প্রকল্পের সঙ্গে যুক্ত দেবশ্রী রায়৷ ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে শুরুতেই তিনি সংস্থার কাজের একটা রূপরেখা তুলে ধরলেন৷ তিনি জানালেন, শিক্ষা নীতি প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে জিআইজেড৷ শিক্ষার বিষয়ে পরামর্শ দেওয়া তার একটা অংশ৷ এর মধ্যে রয়েছে পাঠ্যক্রম তৈরি করা, উন্নতির ক্ষেত্র চিহ্নিত করা, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, বিভিন্ন কাজে উন্নতি আনা ইত্যাদি৷ জিআইজেড বিভিন্ন আঞ্চলিক দপ্তরের মাধ্যমে প্রকল্পগুলির রূপায়ণ করে৷

Porträt Debashree Roy, GIZ
জিআইজেড'এর সদর দপ্তরে উপদেষ্টা হিসেবে সক্রিয় দেবশ্রী রায়ছবি: privat

বাংলাদেশ ও ভারত সহ দক্ষিণ এশিয়ায়ও সক্রিয় জিআইজেড৷ কিন্তু এই মুহূর্তে সব দেশ শিক্ষা সংক্রান্ত প্রকল্প চালু নেই৷ শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও পাকিস্তানে অবশ্য বেশ কিছু কাজ চলছে৷ কয়েক বছর আগে শ্রীলঙ্কায় সুনামির পর সেদেশের বাচ্চাদের জন্য বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণের প্রকল্প চালাচ্ছে জিআইজেড৷ দেবশ্রী রায় জানালেন, এর আওতায় একেবারে প্রাথমিক স্কুল পর্যায়ে ভূমিকম্প বা সুনামির সময় নিজেদের জীবন বাঁচানো বা সঠিক প্রতিক্রিয়া শেখানো হচ্ছে তাদের৷ সেদেশের শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই এই কাজ করা হচ্ছে৷ এছাড়া শ্রীলঙ্কার মতো যুদ্ধ বিধ্বস্ত দেশে শান্তি শিক্ষার কার্যক্রমও চালাচ্ছে জিআইজেড৷ পাকিস্তানে মৌলিক শিক্ষা প্রকল্পে জড়িত জিআইজেড৷ ইন্দোনেশিয়ার প্রাথমিক স্কুল পর্যায়ে বিজ্ঞান শিক্ষার প্রকল্প চলছে৷ ফিলিপাইন্স, কাম্বোডিয়া ও লাওস'এও বড় আকারের কাজ চালাচ্ছে জিআইজেড৷

Flüchtlingslager Sri Lanka
শ্রীলঙ্কার শিশুদের কল্যাণে এগিয়ে এসেছে জিআইজেডছবি: AP

MMT Interview D.Roy - MP3-Mono

ভারত ও বাংলাদেশেও শিক্ষার ক্ষেত্রে প্রকল্প শুরু করতে আগ্রহী জিআইজেড৷ কিন্তু জার্মানির উন্নয়ন সাহায্য ও সহযোগিতা মন্ত্রণালয় আপাতত এই দুই দেশে অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের রূপায়ণে ব্যস্ত৷ যেমন ভারতে এই মুহূর্তে টেকসই উন্নয়ন, পানীয় জল ও জ্বালানির মতো ক্ষেত্রে প্রকল্প চালানো হচ্ছে৷ তাদের অর্থায়ন ছাড়া জিআইজেড'এর পক্ষে কোনো প্রকল্প শুরু করা কঠিন, বললেন দেবশ্রী রায়৷

দক্ষিণ পূর্ব এশিয়ায় ‘ফিট ফর স্কুল' প্রকল্পের মাধ্যমে প্রাথমিক স্কুলে শিশুদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে জিআইজেড৷ পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়ে শিশুদের স্বাস্থ্যের উন্নতি আনাই এই প্রকল্পের উদ্দেশ্য৷ ফিলিপাইন্স'এ সূচনা ও সাফল্যের পর অঞ্চলের অন্যান্য দেশেও শুরু করা হয়েছে এই প্রকল্প৷ জিআইজেড ছাড়া ইউনিসেফ'ও এই কর্মসূচিতে অংশ নিচ্ছে৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান