1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমানে ত্রুটি, দেরি হয়ে গেল ম্যার্কেলের

৩০ নভেম্বর ২০১৮

যান্ত্রিক ত্রুটির কারণে এক ঘন্টা আকাশে উড়ে কোলনে ফিরে এলো জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের বিমান৷ সেই বিমানে ম্যার্কেল ‘জি-২০’ শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন৷ বিমানের ত্রুটির কারণে তখন আর যাওয়া হয়নি৷

https://p.dw.com/p/39CXB
ছবি: Reuters/A. Rinke

বিশ্বের ২০টি গুরুত্বপূর্ণ দেশের প্রধানরা এখন ‘জি-২০’ সম্মেলন নিয়ে ব্যস্ত৷ জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও গতকাল সম্মেলনের শহর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরিসের উদ্দেশ্যে রওয়ানা দেন৷ কিন্তু বিমান ওড়ার একঘন্টা পরই দেখা দেয় যান্ত্রিক গোলযোগ৷ ফলে কোলনের বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয় চ্যান্সেলরের ‘কনরাড আডেনাওয়ার’ এয়ারবাসটি৷

এ কারণে নির্ধারিত সময়ের পরে সম্মেলনে যোগ দিতে হবে ম্যার্কেলকে৷

কী সমস্যা?

তবে ত্রুটির কারণে এমন একটি সম্মেলনে যোগ দিতে দেরি হলেও বিমানের ক্রু'র প্রশংসা করেছেন জার্মান চ্যান্সেলর৷ সংবাদমাধ্যমকে তিনি জানান, বিমানের সমস্যাটি আসলেই বেশ জটিল ছিল৷ কিন্তু বিমানের চালক ম্যার্কেলকে জানান যে, বিমানের বৈদ্যুতিক ব্যবস্থায় কিছু অসঙ্গতি থাকলেও নিরাপত্তায় কোনো ফাঁক ছিল না৷

এই যাত্রায় ম্যার্কেলের সঙ্গী হন জার্মানির অর্থমন্ত্রী ওলাফ শোলৎজ৷ যান্ত্রিক বিভ্রাটের ফলে পরে কোলন হয়ে মাদ্রিদ থেকে একটি কমার্শিয়াল বিমানে বুয়েনস আইরিসের উদ্দেশ্যে তাঁরা রওয়ানা হন, জানায় বিমানসংস্থা ইবেরিয়া৷

Deutschland Merkel muss Flug zum G20 Gipfel abbrechen
বিমান থেকে নেমে আসছেন ম্যার্কেলছবি: picture-alliance/dpa/J. Blank

আগেও হয়েছে এমন

জার্মান চ্যান্সেলর বা প্রেসিডেন্টের বিমানবিভ্রাটের ঘটনা নতুন কিছু নয়৷ এর আগে রাষ্ট্রপতি ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের একাধিক যাত্রার সময় ঘটেছে এমন গোলযোগ৷ এবছরই রয়েছে এমন একাধিক দৃষ্টান্ত৷ গত সপ্তাহেই রাষ্ট্রপতির আফ্রিকা-যাত্রায় বিঘ্ন ঘটে৷ তখন তাঁর এ-৩৪০ এয়ারবাসে কিছু সমস্যা দেখা দিয়েছিল৷

এবিষয়ে ম্যার্কেলকে প্রশ্ন করা হলে তিনি এর পেছনে কোনো চক্রান্তের সম্ভাবনাকে উড়িয়ে দেন৷ তিনি বলেন, ‘‘এই একক সমস্যাগুলির জন্য কোনোকিছু বদলানোর প্রয়োজন নেই৷’’

ইতিমধ্যে জার্মানির বেশ কিছু সংবাদ সংস্থা বারবার ঘটা এমন বিভ্রাটের পেছনে কোনো চক্রান্তের ইঙ্গিত করে উদ্বেগ প্রকাশ করেছে৷ কিন্তু চ্যান্সেলর ম্যার্কেলের মতো সরকারী বিমানবাহিনীর এক মুখপাত্রও তা অস্বীকার করেছেন৷

এসএস/এসিবি (ডিপিএ/রয়টার্স/এএফপি)