1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদেশিদের সঙ্গে জর্ডানের পদচ্যুত যুবরাজের ষড়যন্ত্র

৫ এপ্রিল ২০২১

দেশের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জর্ডানের প্রিন্স হামজাহ বিন হুসেন বিদেশীদের সাথে যুক্ত ছিল বলে জানিয়েছেন, জর্ডানের উপ প্রধানমন্ত্রী৷ সৎ ভাই হামজার প্রিন্স পদবি কেড়ে নিয়ে নিজের ছেলেকে সে পদ দেন রাজা৷

https://p.dw.com/p/3rb3b
ছবি: Hussein Malla/AP Photo/picture alliance

২০০৪ সালে জর্ডানের রাজা আব্দুল্লাহ তার সৎ ভাই প্রিন্স হামজার যুবরাজ পদবি কেড়ে নিয়ে নিজের ছেলেকে যুবরাজ পদে বসান৷ জর্ডানের নিরাপত্তা ব্যবস্থা অস্থিতিশীল করতে সাবেক প্রিন্স হামজাহ বিন হুসেন ও তার সহযোগীদের বিভিন্ন বিদেশি গোষ্ঠির সাথে যোগাযোগ থাকার কথা জানান উপ-প্রধানমন্ত্রী আয়মান সাফাদি৷ শনিবার নিরাপত্তা বাহিনী বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে৷ সরকারের সমালোচনা করায় হামজাহকে গৃহবন্দী করে রাখা হয়েছে৷ এ প্রসঙ্গে সাফাদি বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে জনগণকে উস্কে দেওয়া "সাম্প্রতিক কার্যক্রম এবং আন্দোলনে” জড়িত ছিলেন হামজাহ৷

রোববার  এক সংবাদ সম্মেলনে সাফাদি বলেন,  রাজা দ্বিতীয় আবদুল্লাহ তার সৎ ভাই হামজাহ এবং রাজপরিবারের সাথে সরাসরি এ বিষয়ে আলোচনা করবেন ৷ উপ প্রধানমন্ত্রী বলেন, এই তদন্ত বহু আগেই শুরু হয় তবে হামজাহর ষড়যন্ত্র প্রচেষ্টা সরকার ব্যর্থ করে দেয় ৷

জর্ডানের প্রতিক্রিয়া কী?

ভিডিও ফুটেজটি প্রকাশের পরে প্রথম প্রতিক্রিয়ায় সাবেক যুবরাজ হামজাহর মা রানী নূর এটাকে "মিথ্যা অপবাদ” বলে টুইটার বার্তায় তীব্র নিন্দা করেন৷  

এদিকে শনিবার জর্ডানের সেনা প্রধান বলেন, সাবেক যুবরাজ হামজাহকে গ্রেপ্তার করা হয়নি, তবে জর্ডানের নিরাপত্তা অস্থিতিশীল করার কিছু কার্যক্রম  বন্ধ করার বলা হয়েছে৷ যদিও একটি ভিডিও বার্তায় প্রিন্স হামজাহ এবিষয়টি  অস্বীকার  করেন৷ অন্য আরেক উপ-প্রধানমন্ত্রী তৌফিক ক্রিসান জানান, জর্ডান সরকার বিরোধীদলের কার্যক্রমে কখনও বাধার সৃষ্টি করেনি৷ জর্ডানের নিরাপত্তা এবং স্থিতিশীলতা এরই মধ্যে বিপদসীমায় আছে যা কোনোভাবেই অতিক্রম করতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছে সরকারি পত্রিকা আল-রাই৷

উপ প্রধানমন্ত্রী বলেন, কর্তৃপক্ষ দু'জন শীর্ষ কর্মকর্তাসহ ১৪ থেকে ১৬জনকে গ্রেপ্তার করেছে৷ আটকদের মধ্যে রয়েছেন রাজার দীর্ঘদিনের আস্থাভাজন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাসেম আওয়াদাল্লাহ৷ তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উপদেষ্টাও ছিলেন ৷

Jordanien König Abdullah Prinz Hamzah al-Hussein 2012
২০০৪ সালে জর্ডানের রাজা আব্দুল্লাহ তার সৎ ভাই প্রিন্স হামজার যুবরাজ পদবি কেড়ে নিয়ে নিজের ছেলেকে যুবরাজ পদে বসান৷ছবি: Balkis Press/abaca/picture alliance

জর্ডানের এক বিশ্লেষক লবিব কামহাবি সংবাদ মাধ্যম এপিকে বলেন, হামজা রাজ পরিবারের দীর্ঘদিনের ঐতিহ্য অতিক্রম করেছেন এবং তিনি বাদশাহর বিকল্প হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন, যা বাদশাহ মেনে নিতে পারেননি৷ 

যেসব দেশ বাহশাহকে সমর্থন করেন

জর্ডানের বেশ কিছু প্রতিবেশী দেশ ছাড়াও মার্কিন যক্তরাষ্ট্র, ব্রিটেন জর্ডানের বাহশাহর সমর্থক৷

ডয়চে ভেলের সাংবাদিক আয়া ইব্রাহীম বলেন, সাবেক প্রিন্স হামজাহ জর্ডানের বাদশাহ এবং দেশটির ক্ষমতাসীন ধনীদের দুর্নীতির সমালোচনা করেন৷ আম্মান ভিত্তিক সাংবাদিক রানা সুয়াইস ডয়চে ভেলের কাছে যুবরাজ হামজার ভিডিওটি "নজিরবিহীন” বলে উল্লেখ করে তিনি বলেন, এর আগে কখনও তিনি এমন ঘটনা দেখেননি৷

এনএস/কেএম(এএফপি, এপি, রয়টার্স)