1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জর্ডানের সেনা ডিপোয় লাগাতার বিস্ফোরণ

১১ সেপ্টেম্বর ২০২০

জর্ডানের জারকা শহরের কাছে সেনা ডিপোয় একের পর এক বিস্ফোরণ হলো। সরকার জানিয়েছে, শর্ট সার্কিটের ফলে বিস্ফোরণ হয়েছে।

https://p.dw.com/p/3iJLe
ছবি: Reuters/M. Hamed

শুক্রবার ভোরে প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল জর্ডানের রাজধানী আম্মানের কাছের শহর জারকা। শহরের পাশেই সেনা ডিপোয় বিস্ফোরণ হয়। সরকার জানিয়েছে, একাধিক বিস্ফোরণ হয়েছে। তবে এই সেনা ডিপো শহরের বাইরে এবং সেখানে মানুষের বসবাস নেই।

জর্ডানের মিডিয়া সংক্রান্ত মন্ত্রী জানিয়েছেন, প্রথমিক তদন্তে মনে করা হচ্ছে , বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। যে গুদামে মর্টার ও গুলি রাখা ছিল, সেখানেই আগুন লাগে ও বিস্ফোরণ হয়। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। কেন বিস্ফোরণ হলো তা খুঁজে বের করার জন্য একটা কমিটি বানানো হয়েছে।

Jordanien Explosion in der  Stadt Zarqa | Polizeikontrollpunkt
ছবি: Reuters/M. Hamed

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই সামরিক ডিপো জারকা শহরের বাইরে। যেখানে বিস্ফোরণহয়েছে, সেখানে মর্টার, গুলি-গোলা রাখা ছিল, যেগুলি আর ব্যবহারযোগ্য নয়। যেহেতু এই জায়গাটা শহরের বাইরে এবং জনবসতি নেই, তাই সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হননি। তবে এই ডিপোই নয়, সেখানে আরো কিছু সামরিক ভবন আছে।

জারকার মানুষ ছবি ও ভিডিও তুলে দেখিয়েছেন, বিস্ফোরণের ফলে তাঁদের জানালার কাচ ভেঙে গেছে। বোঝা যাচ্ছে, বিস্ফোরণের তীব্রতা প্রবল ছিল।

বিস্ফোরণের জায়গাটা আম্মান থেকে ২৫ কিলোমিটার দূরে। অতীতেও জারকায় বেশ কয়েকবার বিস্ফোরণ হয়েছে পুরনো গোলাবারুদের গুদামে। তবে এবারের বিস্ফোরণের তীব্রতা খুব বেশি ছিল।

জিএইচ/এসজি(রয়টার্স, এএফপি)