1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্সেলোনায় শিশুদের নিরাপদে স্কুলে পাঠাতে অভিনব ব্যবস্থা

৪ মার্চ ২০২২

বড় শহরে পথেঘাটে শিশুদের বিপদ কম নয়৷ স্কুলের পথে দুর্ঘটনা এড়াতে বার্সেলোনা শহরে অভিনব এক উদ্যোগ জনপ্রিয় হচ্ছে৷ পৌর কর্তৃপক্ষও এক সার্বিক সমাধানসূত্রের লক্ষ্যে কাজ করছে৷

https://p.dw.com/p/47zCi
ছবি: DW

লিয়াম গ্রান্টের কাছে সকালটি স্মরণীয় হয়ে থাকবে৷ কারণ শুক্রবার স্কুলে যাবার সময়ে আর সাইকেলে মায়ের পেছনে বসতে হবে না৷ অন্য অনেক শিশুর মতো চার বছর বয়সি লিয়ামও ‘বিসিবাস’ ব্যবহার করতে পারবে৷ বার্সেলোনা শহরে ছোট শিশুদের স্কুলে যাবার এমন ব্যবস্থা করা হয়েছে৷ লিয়ামের মা সেলিয়া বলেন, যে শিশুরা এটা খুব ভালোবাসে৷ স্বাধীনতার অনুভূতি পায়৷ তাদের কাছে এটা নতুন অভিজ্ঞতা৷

এ যেন পথ চলতি পার্টি! গানবাজনা, শিশুদের জন্য হাততালি৷ গোটা পথটা তাদের নিজস্ব হয়ে যায়৷ হাজার হাজার গাড়ি না থাকায় তাদের ভয়ের কারণ দূর হয়৷ সেটা তাদের মোটেই পছন্দ নয়৷

প্রতি শুক্রবার এক ঘণ্টার জন্য স্কুলের এই পথ গাড়ির জন্য নিষিদ্ধ থাকে৷ ফলে শিশুরা বিনা বিপদে সাইকেল চালাতে পারে৷ পরিবর্তনকামী কিছু বাবা-মায়ের উদ্যোগেই ‘বিসিবাস’ প্রকল্প শুরু হয়েছে৷ রদরিগো গোমেস তাঁদেরই একজন৷ তিনি বলেন, ‘‘এই পথ এবং ভবিষ্যতে শহরের অন্যান্য সড়কে শান্তি আনাই হলো আইডিয়া৷ সাইকেলের জন্য আলাদা পথ আছে বটে৷ কিন্তু ছোট বাচ্চাদের পক্ষে সেই ট্র্যাকে একেবারে সোজা সাইকেল  চালানো কঠিন৷ তাছাড়া সেই পথে অনেক স্কুটারও চলে, অনেকে বেশ দ্রুত গতিতে চালান৷ সেটা ছোটদের জন্য প্রায়ই বিপজ্জনক৷’’

শিশুদের স্কুল যাওয়া নিরাপদ করতে অভিনব উদ্যোগ

স্থানীয় জনপ্রতিনিধি পাউ গনাসলেস এই উদ্যোগে সহায়তা করছেন৷ তিনি ‘বিসিবাস’-এর আরও একটি রুটের ব্যবস্থা করেছেন৷ তিনি বলেন, ‘‘ছোট ছেলেমেয়েদের জন্য শহরে বৈরি পরিবেশ বিরাজ করছে৷ এভাবে সাইকেলে চড়ে শিশুদের স্কুলে যাবার জায়গা করছি৷’’

পরিবারগুলি পুলিশের সাহায্য ছাড়াই পথে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে বলে তাঁর আশা৷ কার্বন নির্গমন কমাতে বাবা-মায়েরাও ভবিষ্যতে রাজপথে আরও কম গাড়ি দেখতে চান৷ তবে শিশুদের নিরাপত্তা তাঁদের কাছে বেশি জরুরি৷ বার্সেলোনা পৌর কর্তৃপক্ষ শহরে সাইকেলের পথ বাড়াচ্ছে ও উন্নত করছে৷ বায়ু দূষণ কমানো তাদের জন্যও জরুরি৷

তবে পৌর কর্তৃপক্ষকে সব পক্ষের স্বার্থের কথা ভাবতে হয়৷ পথচারী ও গাড়ি চালকদেরও উপেক্ষা করলে চলে না৷ বার্সেলোনার ডেপুটি মেয়র লাইয়া বোনেট বলেন, ‘‘বাসা থেকে স্কুলের পথে এখন পায়ে হেঁটে যেতে কোনো সমস্যা নেই৷ শিশুদের জন্য সাইকেলও একটি বিকল্প৷ সে কারণে আমরা স্কুলের আশেপাশের পরিবেশের উন্নতি করছি এবং সাইকেলের পথের সম্প্রসারণ করছি৷’’

আরও পরিবার-বান্ধব এবং প্রশস্ত সাইকেলের পথ তৈরি হচ্ছে বটে, কিন্তু একটা সমস্যা রয়ে গেছে৷ বিসিবাস প্রকল্পের সহ উদ্যোক্তা রোসা সুরিনাচ বলেন, ‘‘পরিকল্পনা সঠিক দিশা নিলেও এবং পৌর কর্তৃপক্ষের উদ্যোগ সত্ত্বেও ফল পেতে বেশ সময় লাগছে৷’’

ততদিন পর্যন্ত সাইকেল পার্টি চলতে থাকবে৷ শুক্রবারের এই আয়োজনে শিশুদের সংখ্যাও বেড়ে চলেছে৷ ‘বিসিবাস’ সত্যি বেশ জনপ্রিয় হচ্ছে৷

নিকোল রিস/এসবি

২০১৯ সালের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান