1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে তিসির তেল আর গাঁজার টিকিট

১৫ ডিসেম্বর ২০২১

সারাদিন ঘুরে বেড়ানোর পর যখন খুব ক্লান্ত লাগবে, মনে হবে আর নয়,এবার একটু বিশ্রাম দরকার, তখন চাইলে টিকিটটা খেয়ে ফেলতে পারবেন৷ তাতে ক্লান্তি দূর হবে, মনে আসবে প্রশান্তি৷ হ্যাঁ, বার্লিনে ছাড়া হয়েছে এমন টিকিট!

https://p.dw.com/p/44IJR
Deutschland Berlin | Marketing-Aktion | Hanfticket der BVG
ছবি: Fabian Sommer/dpa/picture alliance

টিকেটের দাম ৮.৮০ ইউরো (৯.৯০ ডলার)৷ পুরো একটা দিন পুরো বার্লিন শহর ঘুরে দেখা যাবে এই টিকিট নিয়ে৷ এমন টিকিট অবশ্য আগেও বাজারে ছেড়েছে জার্মানির রাজধানীর গণপরিবহণ কর্তৃপক্ষ বিভিজি৷ এবারের টিকিটটিতে আছে এমন সব উপাদান তা যে টিকিটে থাকতে পারে তা আগে হয়ত কেউ ভাবেননি৷

বিভিজি জানিয়েছে, পুরো টিকিটের গায়ে থাকবে তিসির তেলের আবরণ৷ টিকিটে তিসির তেলের আবরণের কথা শুনেই আপনি অবাক? তিসির তেলের সঙ্গে কিন্তু গাঁজা গাছের বীজ থেকে তৈরি তিন ফোঁটার মতো ‘গাঁজা-তেলও' রয়েছে৷

কেউ তিসির তেল বা গাঁজা পছন্দ করলেই কাগজের তৈরি টিকিট খাবে কেমন করে? তাদের আশ্বস্ত করতে বিভিজি জানিয়েছে, এই টিকেটে এমন কাগজই ব্যবহার করা হয়েছে যা আসলে ‘ভোজ্য কাগজ'৷

বিভিজির দাবি, গাঁজা মেশানো থাকলেও এই টিকিট খেলে কারো নেশা হবে না, বরং নাকি ফুরফুরে একটা অনুভূতি হবে৷

গাঁজার বৈধতার পক্ষে নয় বিভিজি

এমন টিকিট চালু করার মাধ্যমে বার্লিনের পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানি বিভিজি কি গাঁজা সর্বস্তরে বৈধ করার পক্ষে নিজেদের অবস্থান প্রকাশ করছে? তা একেবারেই নয়৷ বিভিজি জানিয়েছে, তারা বৈধ, অবৈধ সব ধরনের নেশা দ্রব্য বা মাদকের বিরুদ্ধে৷ তাহলে কেন টিকিটে তিন ফোঁটা গাঁজার তেল? বিভিজির জবাব- এটা এমন এক প্রচার-কৌশল যাতে ভোক্তার পরিতৃপ্তিকে গুরুত্ব দেয়া হয়েছে৷

‘অভিনব' টিকিট ছেড়ে প্রচার, প্রসারের চেষ্টা আগেও করেছে বিভিজি৷ ২০১৮ সালে অ্যাডিডাসের স্নিকার টিকিট হিসেবে বাজারে ছেড়েছিল তারা৷ সেটা ছিল বার্ষিক টিকেট৷ ৭৬১ ইউরো দামের বার্ষিক টিকিট সেবার ছাড়া হয়েছিল ১৮০ ইউরোতে৷ তবে স্নিকারগুলো সাধারণ স্নিকার ছিল না৷ একেবারে বার্লিনের মেট্রো রেলের আসনের আদলে তৈরি করা বিশেষ স্নিকার ছিল সেগুলো৷

এসিবি/কেএম (এএফপি, ডিপিএ)