1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

ফ্লয়েডের হত্যাকারীর ২১ বছরের জেল

৮ জুলাই ২০২২

অ্যামেরিকায় জর্জ ফ্লয়েডের হত্যাকারী ডেরেক শওভিনের ২১ বছরের জেল হলো। ফ্লয়েডের গলায় হাঁটু চেপে ধরে তাকে হত্যা করে ডেরেক। তারপর শুরু হয় 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলন।

https://p.dw.com/p/4Dpr7
জর্জ ফ্লয়েডের গলায় নয় মিনিটের বেশি সময় হাঁটু চেপে ধরেছিল শওভিন।
জর্জ ফ্লয়েডের গলায় নয় মিনিটের বেশি সময় হাঁটু চেপে ধরেছিল শওভিন। ছবি: imageSPACE/ZUMA/picture alliance

জর্জ ফ্লয়েডের নাগরিক অধিকার ভঙ্গের দায়ে সাবেক পুলিশ অফিসার ডেরেক শওভিনকে শাস্তি দিয়েছে আদালত। জর্জ ফ্লয়েডকে মারা হয়েছিল ২০২০ সালের মে মাসে।

এর আগেই ফ্লয়েডকে হত্যা করার জন্য শওভিনের ২২ বছর ছয় মাসের কারাদণ্ড হয়েছে। এবার তার ২১ বছরের জেল হয়েছে ফ্লয়েডের নাগরিক অধিকার ভঙ্গ করার দায়ে। ফ্লয়েডকে গ্রেপ্তার করার সময় তাকে ফুটপাথে ফেলে নয় মিনিটের বেশি সময় ধরে ধরে গলায় হাঁটু চেপে রেখেছিল শওভিন।

ফ্লয়েডকে হত্যার পরই অ্যামেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে বর্ণবাদ-বিরোধী 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলন শুরু হয়। পুলিশের বর্বরোচিত আচরণের প্রতিবাদ জানায় মানুষ।

শওভিন ছাড়াও মিনেপোলিসের তিনজন পুলিশ কর্মীও কর্তব্যে অবহেলার জন্য অভিযুক্ত হয়। ফ্লয়েডের চিকিৎসার প্রয়োজন তারা জেনেবুঝে উপেক্ষা করেছিল। তাদের ক্ষেত্রে এখনো শাস্তিঘোষণা করেনি আদালত।

বিচারকের বক্তব্য

অ্যমেরিকার জেলা বিচারক পল ম্যাগনুসন বলেছেন, ''আমি এখনো জানি না, কেন শওভিন ওই কাজ করেছে। কারো গলায় হাঁটু চেপে ধরে মেরে ফেলা অন্যায়। শওভিনের আচরণ ভুল ও অপরাধ।''

শওভিন আদালতে জানান, ''আমি বুঝতে পারছি, রাজনৈতিক দিক থেকে উত্তপ্ত আবহাওয়ায় আদালতের পক্ষে এই মামলার বিচার খুবই কঠিন।'' শওভিন ফ্লয়েডের পরিবারের কাছে সরাসরি ক্ষমাও চায়নি। শওভিন শুধু বলেছে, ''ফ্লয়েডের সন্তানরা যেন জীবনে সাফল্য পায়। তারা ভালো মানুষ হয়ে ওঠে।''

শওভিনের দুইটি শাস্তিই একই সঙ্গে চলবে। তাকে ফেডারেল জেলে থাকতে হবে। সেখানে তাকে আগে নির্জন কারাবাসে রাখা হয়েছিল।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)