1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফর্মুলা ওয়ানে এখনো কেন নারী ড্রাইভার নেই?

২৯ ডিসেম্বর ২০২১

নিয়মের কোনো বাধা নেই, অথচ অনেক বছর ধরে ফর্মুলা ওয়ানে কোনো নারী ড্রাইভার নেই৷ কেন নেই? মূল কারণ কি পুরুষপ্রধান সমাজের রক্ষণশীলতা? নাকি সুযোগের অভাব?

https://p.dw.com/p/44xLL
Floersch Sophia, Visser Beitske, Calderon Tatiana
ছবি: Germain Hazard/picture alliance/DPPI media

জার্মানির সোফিয়া ফ্ল্যোরশ গাড়ির স্টিয়ারিংয়ে প্রথম হাত রেখেছিলেন চার বছর বয়সে৷ তারপর ধীরে ধীরে তার মনে বাসা বাধে ফর্মুলা ওয়ান ড্রাইভার হওয়ার স্বপ্ন৷ এতদিনেও যে স্বপ্ন পূরণ হয়নি তার জন্য সুযোগের অভাবকেই দায়ী মনে করেন তিনি৷ সুযোগ পেলে যে ফর্মুলা ওয়ানে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই তার৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘আমি আপনাকে লিখে দিতে পারি- সুযোগ দেয়া হলে আমি ফর্মুলা ওয়ানে চ্যাম্পিয়নশিপের জন্যই লড়বো৷''

তিন বছর আগে ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যুর দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন সোফিয়া৷ চীনের ম্যাকাওয়ে অনুষ্ঠিত ফর্মুলা থ্রি গ্রাঁ প্রিঁ-র সেই দুর্ঘটনার পর অন্য কেউ হলে হয়ত মোটর স্পোর্টসই ছেড়ে দিতেন৷ কিন্তু সোফিয়া ছাড়েননি৷ এখনো মোটর স্পোর্টসেই ভবিষ্যৎ দেখার কারণ জানতে চাওয়ায় এক গাল হেসে ডয়চে ভেলেকে সোফিয়া শুধু বলেন, ‘‘আমার রক্তে যে পেট্রল মিশে আছে, আমি ছাড়বো কী করে?''

এ বছরই প্রথম বারের মতো জার্মান টুরিং কার মাস্টার্স (ডিটিএম)-এ অংশ নিয়েছেন সোফিয়া ফ্ল্যোর্শ৷ এর আগে ইউরোপিয়ান এবং আন্তর্জাতিক অটোমোবাইল ফেডারেশন এফআইএ-এর ফর্মুলা থ্রি চ্যাম্পিয়নশিপেও অংশ নিয়েছেন তিনি৷কিন্তু ২১ বছর বয়সি তরুণীর লক্ষ্য ফর্মুলা ওয়ান৷কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানো এখনো প্রায় অসম্ভব, কারণ, ফর্মুলা ওয়ানে কোনো নারীর অংশগ্রহণ প্রায় ভুলে যাওয়া অতীত৷

ফর্মুলা ওয়ানে সর্বশেষ কোনো নারীকে দেখা গিয়েছিল ৪৫ বছর আগে৷ইটালির লেলা লোম্বার্ডি সেই যে ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রিঁ-তে অংশ নিয়েছিলেন তারপর আর কোনো নারীর ভাগ্যে সেই সুযোগ জোটেনি৷

Hockenheimring - Sophia Flörsch
সোফিয়া ফ্ল্যোরশছবি: Hasan Bratic/picture alliance

প্র্শ্ন আছে, উত্তর নেই

পরিসংখ্যান বলছে, মোটর স্পোর্টসে মেয়েদের অংশগ্রহণ এমনিতেই খুব কম৷ সারা বিশ্বে মোট লাইসেন্সধারী মোটর স্পোর্টস ড্রাইভারের মাত্র ১.৫ ভাগ নারী৷

অবশ্য নারীর কম অংশগ্রহণের জন্য সুযোগের সীমাবদ্ধতাকেই দায়ী করেন অনেকে৷ সোফিয়াও তাদের একজন৷ সোফিয়া মনে করেন, নারীদের এখন ফর্মুলা ওয়ানেও সুযোগ দেয়া উচিত৷ তার ধারণা, নীতি নির্ধারকদের মধ্যে যারা বয়স্ক, যাদের চুলে অনেক আগেই পাক ধরেছে, তাদের রক্ষণশীল চিন্তা-ভাবনার কারণেই ফর্মুলা ওয়ানের দরজা মেয়েদের জন্য এখনো সেভাবে খুলছে না৷

মেয়েদের তুলে আনার বিশেষ উদ্যোগ

দেরিতে হলেও মোটর স্পোর্টসে মেয়েদের তুলে আনার প্রাথমিক উদ্যোগটি নিয়েছে এফআইএ৷৮ থেকে ১৮ বছর বয়সি মেয়েদের জন্য চালু করেছে এফআইএ গার্লস অন ট্র্যাক  প্রকল্প৷ এই প্রকল্পের অধীনে মেয়েরা বিনা খরচে অত্যাধুনিক ব্যবস্থাপনায় অনুশীলন করে নিজেদের শানিয়ে তোলার সুযোগ পাচ্ছে৷ আশা করা হচ্ছে এর মাধ্যমে অনেক নতুন নারী ড্রাইভার উঠে আসবে, তাদের কেউ কেউ আগামীতে ফর্মুলা ওয়ানও মাতাবে৷

সাবেক ফর্মুলা ওয়ান টেস্ট ড্রাইভার সুজি ওল্ফ এ বিষয়ে খুব আশাবাদী৷ তবে তিনি মনে করেন, মেয়েদের মধ্যে বড় কোনো রোল মডেল উঠে এলে সেই লক্ষ্য পূরণ অনেক সহজ হবে৷

মেলানি লাস্ট/এসিবি

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য