1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফমুর্লা ওয়ান: অভিযোগের দৌড়ে রেড বুলের ভেরস্টপেন জয়ী

৩০ আগস্ট ২০২১

ফর্মুলা ওয়ানের বেলজিয়ান গ্রাঁ প্রিতে জয়ী হলেন রেড বুলের ম্যাক্স ভেরস্টপেন৷ বৃষ্টিবিঘ্নিত এ প্রতিযোগিতা নিয়ে অভিযোগ তুলেছেন অংশগ্রহণকারীরা৷

https://p.dw.com/p/3zgIg
Formel 1 Belgien GP in Spa l Fahrer stehen am Start im Regen
ছবি: John Thys/REUTERS

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয় মোটর গাড়ি রেসিং-এর সবচেয়ে মর্যাদাপূর্ণ সংস্করণ৷

রোববার অনুষ্ঠিত বেলজিয়ান গ্রাঁ প্রির ইতিহাসের সবচেয়ে ছোট সময়ের প্রতিযোগিতা বলে অভিযোগ উঠেছে৷ কারণ বৃষ্টির কারণে দুটি ল্যাপসের পরেই পয়েন্ট ভাগ করে দেয় বিচারকেরা৷ নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পরে শুরু হওয়া এ প্রতিযোগিতায় পুরো রেসটি তাই করা সম্ভব হয়নি৷

সব কিছু বিবেচনায় নিয়ে রেড বুলসের ম্যাক্স ভেরস্টপেন বেলজিয়ান গ্রাঁ প্রির বিজয়ী ঘোষণা করেন আয়োজক কমিটি৷    

কোয়ালিফায়িং রাউন্ডে মার্সেডিজের লুইস হ্যামিলটন ও উইলিয়ামসের জর্জ রাসেলের চেয়ে এগিয়ে থাকায় বেলজিয়ান প্রিতে জয়ী হওয়ার পথে বাড়তি সুবিধা পান ভেরস্টপেন৷

এদিকে এমন বৃষ্টির দিনে প্রতিযোগিতা আয়োজনের সমালোচনা করে লুইস হ্যামিলটন বলেন রেইসের জন্য এ দিনটি নির্ধারণ করা খুব ভালো সিদ্ধান্ত ছিল না৷

‘‘আমি বৃষ্টির মাঝে গাড়ি চালাতে পছন্দ করি৷ কিন্ত আজকের দিনটি ছিল ভিন্ন রকমের৷ বৃষ্টির কারণে পরিস্থিতি এমন ছিল যে পাঁচ মিটার সামনে রাস্তায় কী আছে তাও দেখা যাচ্ছিল না'', অভিযোগ হ্যামিলটনের৷

পাশাপাশি তিনি দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ারও দাবি জানান৷ এর যুক্তি হিসেবে তিনি বলেন, দর্শকেরা পুরো ইভেন্টটি দেখার জন্য উন্মুখ ছিলেন৷ কিন্তু রেস কমিয়ে দেওয়ার কারণে তারা তা উপভোগ করতে পারেনি৷

এদিকে জয়ী ঘোষণার পর ভেরস্টপেন বলেন, ‘‘আমি জিততে চেয়েছি কিন্তু আসলে এভাবে জিততে চাইনি৷''

দর্শকদের বিষয়ে তিনি বলেন, বৃষ্টি, বাতাস আর ঠান্ডা উপেক্ষা করে তারা প্রতিযোগিতা উপভোগ করার জন্য সারাদিন বসেছিল৷

সবগুলো ল্যাপ শেষ করতে না পারার বিষয়টি আসলে লজ্জাজনক, কিন্তু আবহওয়ার কারণে পরিস্থিতি খুব একটা অনুকূল ছিল না৷      

ফর্মুলা ওয়ানের পরের রেসটি অর্থাৎ ডাচ গ্রাঁ প্রি ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে৷

আরআর/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য