1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রকাশ্যে বক্তব্য রাখলেন জ্যাকসনের চিকিৎসক

১৯ আগস্ট ২০০৯

বিশ্বখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসনের মৃত্যু নিয়ে চলতে থাকা পুলিশি তদন্তের কেন্দ্রে আছেন যিনি, তাঁর সেই ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারে প্রকাশ্যে বক্তব্য রাখলেন মঙ্গলবার৷ জানালেন, কর্তৃপক্ষকে তিনি যা কিছু বলেছেন তা সত্য৷

https://p.dw.com/p/JEDI
ছবি: picture alliance / ZUMA Press

সংক্ষিপ্ত এক ভিডিও বার্তায় তিনি বলেছেন,‘‘ আমার যা করার সবই করেছি৷ সত্য কথা বলেছি এবং আমার বিশ্বাস সত্যের জয় হ বে৷'' ‘টিএমজেড ডট কম' নামের এক সেলিব্রেটি ওয়েবসাইটে দেয়া বার্তায় কনরাড মারে বলেন, মাইকেলকে ভালো রাখার জন্য যা করা হয়েছে তার চেয়ে বেশি কিছু তার পক্ষে করা সম্ভব ছিল না৷

চাঁদের বুকে হেঁটে, গান গাইতে গাইতে বিশ্বকে মাতিয়ে রাখা মাইকেল জ্যাকসন মারা গেছেন, প্রায় দুই মাস হতে চললো৷ কিন্তু এখনো তার মৃত্যু রহস্যে ঢাকা৷ এমনকি তার জীবন, সহায় সম্পত্তি সবই রয়ে গেছে ধারণার বাইরে৷ পরিচিত জন, আত্মীয় বা বন্ধু বান্ধবরাও বলতে পারছেন না মৃত্যুর সময় জ্যাকসন ঠিক কতটা অসুস্থ ছিলেন বা কেনইবা তার এই অকাল প্রয়াণ৷

Michael Jacksons Arzt, Dr. Conrad Murray
কনরাড মারেছবি: AP Photo/Houston Chronicle

নানা রকমের সন্দেহের দানা জমাট বাঁধতে শুরু করেছে৷ ময়না তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট যতক্ষণ না পাওয়া যাচ্ছে, জল্প না কল্পনা থামবেনা৷আসল রহস্য উদ্ঘাটন করা না গেলেও ধারণা করা হচ্ছে অতিরিক্ত ওষুধ সেবনের প্রতিক্রিয়ায় মৃত্যু হয়ে থাকতে পারে এই সুপার স্টারের৷ শেষ মুহূর্তে মাইকেল জ্যাকসনের কাছে থাকা তার ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারে গা ডাকা দেন৷ যুক্তরাষ্ট্রের ওষুধ তদারকি কর্তৃপক্ষ এবং লস এঞ্জেলেস পুলিশ গেল মাসের ২৪ তারিখ তল্লাশি চালায় কনরাড মারের উত্তর হিউস্টনের আর্মস্ট্রং মেডিক্যাল ক্লিনিকে৷ মাইকেলের মৃত্যুর আগে দেয়া চেতনানাশক ইঞ্জেকশনের খোঁজেই মূলত ঐ তল্লাশি চালানো হয়৷ পুলিশ ঐসময় তার গাড়িটিও বাজেয়াপ্ত করে ৷

মঙ্গলবার প্রকাশিত এই ভিডিও ক্লিপে মাইকেলের ডাক্তার বলছেন যে তিনি এপর্যন্ত যা বলছেন তার সবই সত্য৷ তিনি তার বন্ধু , পরিবার বা নিকট আত্মীয়দের ধন্যবাদ দেন তার কথায় আস্থা রাখার জন্য৷

কনরাড তার অবস্থান সম্পর্কে বলেন, বর্তমান ঘোলাটে পরিস্থিতির জন্য তিনি তার ফোন বা ইমেইল ব্যবহার করছেন না৷ তার মতে, বর্তমান ভিডিওটি এই বার্তাই বহন করে যে তিনি পুরো পরিস্থিতি সম্পর্কে জানেন৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য