1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পিং পং বোমায়' কেঁপে উঠলো ব্যাংকক

২ আগস্ট ২০১৯

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আসিয়ানের মন্ত্রী পর্যায়ের বৈঠক চলছে৷ এরই মধ্যে শুক্রবার সেখানে কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ এতে চারজন আহত হয়েছেন৷

https://p.dw.com/p/3NDSN
Thailand  Explosionen in Bangkok während Asean-Außenministertreffen
ছবি: AFP/L. Suwanrumpha

সম্মেলনের কার্যক্রমও চলছে৷ আসিয়ান সদস্যরাষ্ট্রের মন্ত্রীরা ছাড়াও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এতে অংশ নিচ্ছেন৷

সম্মেলনস্থলের কাছে কোনো বোমা বিস্ফোরিত হয়নি৷ বোমাগুলো টেনিস বলের আকারের সমান হওয়ায় এগুলো ‘পিং পিং বোমা' নামে পরিচিত৷

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচা বলেছেন, আসিয়ানসহ যুক্তরাষ্ট্র ও চীনের মন্ত্রীরা শহরে থাকা অবস্থায় বোমা বিস্ফোরণের মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় একটি অংশ৷

রাজধানীর নিরাপত্তা বাড়ানো হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন৷

গত মার্চ মাসে একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসেন সাবেক সেনাশাসক প্রায়ুত চান-ওচা৷

জেডএইচ/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য