1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজকুমারীকে মনোনয়ন দেয়া দল নিষিদ্ধ

৭ মার্চ ২০১৯

থাইল্যাণ্ডের বিরোধী দল থাই রাকসা চার্ট, যারা রাজার বোনকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছিল, সেই দলকে নিষিদ্ধ করেছে থাইল্যান্ডের আদালত৷ পাশাপাশি দলের নির্বাহী বোর্ডের সদস্যদের ১০ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করা হয়েছে৷

https://p.dw.com/p/3Eb2c
Prinzessin Ubolratana Rajakanya
ছবি: Getty Images/C. Sung-Jun

চলতি মাসের ২৪ তারিখে থাইল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ থাইল্যান্ডের সাংবিধানিক আদালত বৃহস্পতিবার বিরোধী এই দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে৷ দলটি রাজার বোনকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল৷

নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে থাই রাকসা চার্ট দলকে নিষিদ্ধ করে দেয়ায় বিরোধী দলটি ভয়াবহ সংকটের মুখে পড়েছে৷ এই দলটিসহ বিরোধী অন্যান্য দল, যারা সামরিক জান্তা সমর্থনকারী দলগুলোকে হারানোর পরিকল্পনা করছিলো, তাদের পরিকল্পনা অনেকটাই নস্যাৎ হয়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা৷

আদেশে আদালতের বিচারক বলেন, ‘‘আদালত এই দলকে নিষিদ্ধ করার নির্দেশ দিচ্ছে৷ পাশাপাশি এই দলের নির্বাহী বোর্ডের সদস্যদের ১০ বছরের জন্য রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হলো৷''

রায়ের আগে থেকে আদালত প্রাঙ্গণে ছিলো কঠোর নিরাপত্তা৷ অন্তত ১ হাজার নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন ছিলেন৷ 

থাই রাকসা চার্ট দলের প্রধান প্রিচাপোল পংপানিচ রায়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিকদের সামনে আবেগাক্রান্ত হয়ে পড়েন৷ তিনি জানান, তাঁরা আদালতের রায় মেনে নিয়েছেন৷ কারণ তাঁরা সবাই দেশের ভালো চান৷

রায়ের পর দলটির সমর্থকদের কাঁদতে দেখা গেছে৷ তাঁরা জানিয়েছেন অন্য বিরোধী দলগুলোকেই ভোট দেবেন তাঁরা৷ এর আগে দলটি রাজকুমারীকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিলে দেশটির নির্বাচন কমিশন দলটি নিষিদ্ধের জন্য আদালতে আবেদন করে৷ নির্বাচন কমিশনের দাবি, এই মনোনয়ন রাজতন্ত্র আর সংবিধানের মধ্যে সংঘাতপূর্ণ৷

১৯৭২ সালে উবলরতানা রাজকন্যা শ্রীবন্দনা বর্ণবাদী রাজকুমারী হিসেবে তাঁর উপাধি ত্যাগ করেছিলেন৷ কিন্তু রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে নানা দায়িত্ব পালন করে আসছেন তিনি৷ রাজা মাহা ভাজিরালংকর্ন অবশ্য তাঁর বোনের মনোনয়নের বিরোধিতা করেছিলেন৷ এটাকে অসাংবিধানিক বলে উল্লেখ করেছিলেন তিনি৷

থাইল্যান্ডের রাজনৈতিক বিশ্লেষক থিটিনান পংসুধিরাক বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘‘থাই রাকসা চার্ট দলটিকে নিষিদ্ধ করার ফলে এক ধরণের বৈষম্য সৃষ্টি হলো৷ কেননা দলটি থাকসিন সমর্থকদের নিয়ে একটা বড় দল গড়তে চলেছিল৷ এর ফলে জান্তা সমর্থিত দলগুলোর ভোট বাড়বে এবং থাকসিন সমর্থিত অন্য ছোট দলগুলোর সমর্থন কমবে বলে ধারণা করা যায়৷''

বর্তমানে রাজকুমারী উবলরতানা জার্মানিতে অবস্থান করছেন বলে তাঁর ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা গেছে৷ আদালতের রায় সম্পর্কে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি৷ কেবল বলেছেন, ‘‘থাইল্যান্ডের জন্য আমি আমার কাজ অব্যাহত রাখবো৷''

এপিবি/জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)