1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীকে মারতে গিয়ে খেলেন চড়থাপ্পড়

৭ জানুয়ারি ২০১৯

ঘটনা ম্যাকডোনাল্ডসে৷ এক নারী বিক্রয়কর্মীর সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তাঁকে টান দিয়ে কাছে আনার চেষ্টা করেন এক ক্রেতা৷ উত্তেজিত নারী তখন মুক্তি পেতে সেই ক্রেতাকে উপর্যুপরি চড়থাপ্পড় মারতে শুরু করেন৷

https://p.dw.com/p/3B7yN
Clowns Kostüme
ছবি: picture-alliance/Photoshot

বাকবিতণ্ডার সূত্রপাত হয় একটি প্লাস্টিক স্ট্র-কে কেন্দ্র করে৷ ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁয় এক ক্রেতা খাবার অর্ডার দেয়ার পর সেটিতে স্ট্র না পেয়ে বিক্রয়কর্মী ওই নারীর সঙ্গে তর্ক শুরু করেন৷ সেই নারী তাঁকে বোঝানোর চেষ্টা করেন যে, আগের মতো না চাইলেও স্ট্র দেয়ার নিয়ম পরির্বতন করা হয়েছে৷ আর সেটা করা হয়েছে ফ্লোরিডার সেন্ট পিটার্সবুর্গে চালু হওয়া প্লাস্টিক সংক্রান্ত নতুন এক আইনের প্রতি শ্রদ্ধা রেখে৷ ২০২০ সাল নাগাদ প্লাস্টিক স্ট্র পুরোপুরি নিষিদ্ধ করতে চায় সেখানকার কর্তৃপক্ষ৷ সেই লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে৷

কিন্তু উত্তেজিত ক্রেতা এরকম কোন আইন হয়নি দাবি করে এক পর্যায়ে সেই নারী বিক্রেতার গায়ে হাত তোলেন৷ কিন্তু সেই নারীও ছেড়ে দেয়ার পাত্র নন৷ তিনি সেই ক্রেতাকে বেশ কয়েকটি চড়থাপ্পড় মেরেছেন তখন৷

এক পর্যায়েম্যাকডোনাল্ডসের অন্য কর্মীরাএসে তাদের ঝগড়ার ইতি টানেন৷ পুলিশ ইতোমধ্যে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে৷ সেই ঘটনার ভিডিওটিও ভাইরাল হয়ে গেছে৷

এআই/এসিবি