1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৃদ্ধার সঙ্গে দুর্ব্যবহার

৩ ডিসেম্বর ২০১৮

কিছুদিন আগে এক ব্যক্তিকে পুলিশ ডেকে বের করে দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল ম্যাকডোনাল্ডস৷ এবার এক বৃদ্ধাকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে৷

https://p.dw.com/p/39JC3
Großbritannien McDonald's Logo
ছবি: picture-alliance/empics/PA Wire/R. Vieira

ইন্টারনেট আজকাল অনেকের আসল চেহারা দেখার পথ করে দিচ্ছে৷ ক্যামেরাযুক্ত মোবাইল ফোন সহজলভ্য হওয়ায় অনেকেই এমন সব মুহূর্ত ভিডিও করতে পারছেন, যা আগে সহজ ছিল না৷ মার্কিন যুক্তরাষ্ট্রের লেক্সিংটন শহরের এক ম্যাকডোনাল্ডস শপে সেরকম এক দৃশ্য ধরা পড়েছে৷

ইন্টারনেটে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, খাবার সামনে নিয়ে বসে থাকা এক বৃদ্ধাকে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যেতে বলছেন ম্যাকডোনাল্ডসের এক কর্মী৷ তবে তাঁকে জোর করে বের করে দেয়া হয়নি, কিংবা পুলিশও ডাকা হয়নি৷ কিন্তু বারংবার তাঁর টেবিলের কাছে গিয়ে বেরিয়ে যেতে বলা হয়েছে৷ সেই নারী অবশ্য তেমন কোনো প্রতিক্রিয়া দেখাননি৷ এক পর্যায়ে নিজেই বেরিয়ে গেছেন৷

সেই সময় আরেক ব্যক্তি পুরো ঘটনার অংশবিশেষ ভিডিও করেন৷ ভিডিওটি ফেসবুকে প্রকাশের পর সেটি ভাইরাল হয়ে যায়৷ আর তাতে টনক নড়েছে ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষের৷ এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি দাবি করেছে, আলোচিত বৃদ্ধা নাকি প্রায় আড়াই ঘণ্টা ধরে সেখানে বসেছিলেন এবং তাঁর আচরণে অন্যরা বিরক্ত হয়েছিল৷

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান