1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাগরিকত্ব আইন: যাদবপুরে রাজ্যপালকে হেনস্থা 

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
২৩ ডিসেম্বর ২০১৯

কেউ তাঁকে চায়নি, তবু নিজেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়৷ গিয়ে পড়লেন প্রবল ছাত্রবিক্ষোভের মুখে৷

https://p.dw.com/p/3VH47
Indien Kalkutta | Studentendemonstration gegen den westbengalischen Gouverneur
ছবি: DW/S. Bandopadhyay

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যাওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় এর৷ কিন্তু যেভাবে তিনি প্রকাশ্যে কেন্দ্রের আনা এনআরসি এবং সিএএ নিয়ে ওকালতি করছেন, তাঁর হাত থেকে স্নাতক প্রশংসাপত্র নিতে অস্বীকার করেন অধিকাংশ ছাত্রছাত্রী৷ ফলে রাজ্যপালকে আমন্ত্রণ না করাই সঙ্গত বলে মনে করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ কিন্তু রাজ্যপাল বিনা আমন্ত্রণেই সোমবার হাজির হন যাদবপুরে৷ তাঁর গাড়ির রাস্তা আটকান ছাত্রছাত্রীরা৷ এনআরসি, সিএএ বিরোধী প্ল্যাকার্ড এবং কালো পতাকা হাতে দীর্ঘক্ষণ গাড়িটি ঘিরে ধরে ‘‌রাজ্যপাল গো ব্যাক'‌ স্লোগান দিতে থাকেন তাঁরা৷ রাজ্যপালের নিরাপত্তাকর্মীরা মিটমাট করতে চাইলে বিক্ষোভকারীরা জানান, জনবিরোধী এবং ধর্মীয় বিভাজন সৃষ্টিকারী সিএএ নিয়ে রাজ্যপাল তাঁদের প্রশ্নের জবাব দিলেই তাঁরা রাস্তা ছেড়ে দেবেন৷ এর পর রাজ্যপালকে যেতে দিলেও ফেরার সময় তিনি ফের অবরোধের মুখে পড়েন৷

Indien Kalkutta | BJP Rally
ছবি: DW/S. Bandopadhyay

এদিকে সোমবার এনআরসি, সিএএ বিরোধিতা নিয়ে ধাক্কা খেল রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুরু থেকে সরকারি হোর্ডিয়ে ওই দুই কেন্দ্রীয় কর্মসূচির বিরুদ্ধে প্রচার করছিলেন৷ রাজ্যপাল ধনকড় একাধিকবার সরকারিভাবে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন হোর্ডিংগুলি সরিয়ে দিতে৷ কিন্তু রাজ্য সরকার তা না করায় চারটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে৷ সোমবার হাইকোর্ট রায় দিল, ৫ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত সব হোর্ডিং খুলে নিতে হবে৷ এই রায় ঘোষণার কিছুক্ষণ পরেই খবর আসে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপির শাসনে নেই এমন রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী এবং বিরোধী নেতাদের চিঠি লিখছেন৷ এনআরসি এবং সিএএ এর বিরুদ্ধে দেশজুড়ে সঙ্ঘবদ্ধ গণআন্দোলন গড়ার ডাক দিয়েছেন তিনি সেই চিঠিতে৷

Porträt - Sirsho Bandopadhyay
শীর্ষ বন্দ্যোপাধ্যায়, ডয়চে ভেলেছবি: privat

কলকাতায় এদিন তিনটি মিছিল হয়েছে এনআরসি এবং সিএএ এর পক্ষে-বিপক্ষে৷ একটি মিছিল বের করে বিজেপি, যাতে প্রধান বক্তা ছিলেন বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডা এবং কৈলাস বিজয়বর্গীয়৷ বামপন্থী ছাত্র-যুব সংগঠন এসএফআই এবং ডিওয়াইএফআই-ও বিক্ষোভ মিছিল বের করে এনআরসি-র বিরুদ্ধে৷ তৃণমূল কংগ্রেসও এদিন মিছিল করেছে৷ পথে নেমেছিল কংগ্রেসও৷ রাজ্যসভায় সিএএ পাস হওয়ার পর থেকে রোজ নিরবচ্ছিন্নভাবে ওই সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ হয়ে আসছে কলকাতায়৷ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য