1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নগর কাউন্সিল প্রতিনিধি একশ' বছর বয়সি

২৮ মে ২০১৯

কে বলে স্বপ্নপূরণের পথে বাধা হয়ে ওঠে বয়স? একশ' বছর বয়সি সাবেক শিক্ষিকা লিজেল হাইজে ভেঙে দিলেন এই ধারণা৷ নির্বাচিত হলেন জার্মানির একটি শহরের কাউন্সিল-প্রতিনিধি৷

https://p.dw.com/p/3JHbM
Deutschland 100-jährige Lisel Heise in  den Stadtrat gewählt
ছবি: picture-alliance/dpa/T. Stepan

জার্মানির পশ্চিমাঞ্চলের রাজ্য রাইনলান্ড পালাটিনেটের কির্শহাইমবোলাডেন শহরে বাস করেন ৮,০০০ মানুষ৷ সম্প্রতি সম্পন্ন হয়েছে এই শহরের নগর কাউন্সিলের প্রতিনিধি নির্বাচন৷ কির্শহাইমবোলাডেনের সাবেক শিক্ষিকা বর্তমানে এই কাউন্সিল প্রতিনিধি নির্বাচিত হয়ে উঠে এসেছেন খবরের পাতায়৷ কারণ, তাঁর বয়স একশ'!

হাইজে এই অঞ্চলে বেশ কিছুদিন ধরেই একটি আলোচিত নাম৷ ‘উইয়ার ফ্যিউর কিবো' নামের একটি তৃণমূল সংগঠনের সদস্য হিসাবে তাঁর কাজ এই অঞ্চলে জনপ্রিয় করে তুলেছে শতবর্ষী এই শিক্ষিকাকে৷

ফলে, নগর কাউন্সিলের প্রতিনিধি হিসাবে তাঁর নির্বাচন অনেকটাই স্বাভাবিক৷

মাক্রোঁর পক্ষে, ব্রেক্সিটের বিপক্ষে

নগর কাউন্সিলের পাশাপাশি ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচন বিষয়ে প্রশ্ন করা হলে হাইজে জানান, রাজনৈতিক কাজকর্মের সাথে বয়সের কোনো সম্পর্কে তিনি বিশ্বাস করেন না৷

নিজেকে ব্রেক্সিটের কড়া সমালোচক ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ'র ইউরোপনীতির সমর্থক বলে পরিচয় দেওয়া হাইজে'র মতে, ‘‘বর্তমান রাজনীতি মানবতাবাদ থেকে পুঁজিবাদে পরিণত হয়েছে৷''

হাইজে'র নির্বাচনি প্রস্তাবগুলি লক্ষ্য করলে দেখা যাবে যে, তিনি একাধিক তরুণবান্ধব প্রকল্পের উদ্যোগ নিয়েছেন৷

এসএস/এসিবি (ডিপিএ/ইপিডি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান