1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দীপিকার জেএনইউ শাস্তি

৯ জানুয়ারি ২০২০

জেএনইউ যাওয়ার জন্য তোপের মুখে আগেই পড়েছিলেন, এবার তাঁর প্রচারমূলক ছবি আটকে দিল কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রক।

https://p.dw.com/p/3Vw6L
ছবি: DW/S. Ghosh

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর খেসারত দিতে হল অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। নরেন্দ্র মোদী সরকারের স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রক দীপিকার প্রচারমূলক ছবি প্রকাশ হতে দিল না।

শুক্রবার প্রকাশ পাচ্ছে দীপিকার ছবি 'ছাপাক'। অ্যাসিড আক্রান্তদের নিয়ে তৈরি সেই ছবি বয়কট করা উচিত বলে আগেই জানিয়েছিলেন বেশ কিছু বিজেপি নেতা। তবে মন্ত্রী প্রকাশ জাভরেকর বলেছিলেন, সকলেরই গণতান্ত্রিক অধিকার আছে। কিন্তু কেন্দ্রীয় সরকার গণতান্ত্রিক নয় বলে যে অভিযোগ করছে বিরোধীরা, তা আরও একবার প্রমাণিত হল। অ্যাসিড আক্রান্তদের নিয়েই স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রকের জন্য একটি প্রচারমূলক ছবিতে কথা বলেছিলেন দীপিকা। বলেছিলেন, সকলেরই কাজের সমান সুযোগ পাওয়া উচিত। বৃহস্পতিবারেই সে ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ছবিটি মুক্তি পায়নি। সরকারি ভাবে মন্ত্রক জানিয়েছে, ছবিটি পুনর্বিবেচনার জন্য রাখা হয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রকের কর্মীরা জানিয়েছেন, দীপিকা জেএনইউয়ে যাওয়ার কারণেই তাঁর ছবিটি বাতিল করা হয়েছে।

অন্য দিকে, বৃহস্পতিবারই মধ্যপ্রদেশ সরকার জানিয়ে দিয়েছে, দীপিকার ছবি ছাপাককে করমুক্ত করা হল। কারণ এটি একটি সামাজিক ছবি।

সিএএ নিয়ে ছাত্রদের আন্দোলন সমানে চলছে৷  বৃহস্পতিবার মান্ডি হাউসে জেএনইউ এর ছাত্র সহ প্রচুর বিক্ষোভকারী জমায়েত হন। দিল্লি বিশ্বিবদ্যালয়ের ছাত্ররাও নর্থ ক্যাম্পাসে  বিক্ষোভ দেখান৷ জামিয়ার ছাত্ররা পরীক্ষা বয়কট করেছেন৷ মান্ডি হাউসে বিক্ষোভের পর জেএনইউ এর ছাত্ররা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও সাক্ষাৎ করতে যান৷ 

এসজি/জিএইচ (দ্য প্রিন্ট)