1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিনের আলোয় ‘পুকুর চুরি’

৫ অক্টোবর ২০১৮

পুরো এক খেতের ফসল প্রকাশ্যে দিনের আলোয় চুরি করে নিয়ে যাওয়া কি সম্ভব? শুনতে অসম্ভব শোনালেও এই কাজ করেছে একদল চোর৷ পুরো এক খেত আঙুর তুলে নিয়ে গেছে তারা৷

https://p.dw.com/p/360w2
ছবি: imago/imagebroker

চাষাবাদের জন্য প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে আট হাজার ইউরো মূল্যমানের আঙুর খেত থেকে তুলে নিয়ে গেছে একদল চোর৷ জার্মানির দক্ষিণাঞ্চলের শহর হেসেলবাখের এই ঘটনা আলোড়ন সৃষ্টি করছে৷ সেখানকার পুলিশ সোমবার জানিয়েছে, একদল চোর পুরো একটি আঙুরখেত খালি করে ফেলেছে৷ মূলত হোয়াইটা ওয়াইন উৎপাদনের জন্য চাষ করা এই আঙুরের দাম কয়েক হাজার ইউরো৷

‘‘অজ্ঞাত পরিচয়ের অপরাধীরা আঙুর চুরির সময় এই ফল তোলার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও ব্যবহার করেছে,’’ জানিয়েছে পুলিশ৷

গত বুধবার বিকেল চারটা থেকে ছয়টার মধ্যে আঙুর চুরির ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিশ৷ এই সময়ের মধ্যে ডাইডেসহাইম গ্রামের এক খেত থেকে ১,৬০০ কিলোগ্রাম আঙুর তুলে নিতে সক্ষম হয়েছে চোরেরা৷

প্রসঙ্গত, ডাইডেসহাইম জার্মানির রাইনল্যান্ড-প্যালাটিনেট রাজ্যে অবস্থিত৷ সংশ্লিষ্ট এলাকা পর্যটন এবং ওয়াইন উৎপাদনের জন্য বিখ্যাত৷  মূলত ‘রিসলিং’ ওয়াইনের জন্য এলাকাটির সুখ্যাতি থাকলেও ‘স্পার্কলিং ওয়াইন’ উৎপাদনে গোটা বিশ্বের মধ্যে শীর্ষস্থানে থাকা ‘স্লস ভাখেনহাইম গ্রুপ’-এর জন্মস্থানও সেখানে৷ জার্মানি থেকে রপ্তানি করা ওয়াইনের নব্বই শতাংশই সংশ্লিষ্ট অঞ্চলে উৎপাদন করা হয়৷

এলিজাবেথ শ্যুমাখার / এআই