1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেকসই ফ্যাশনের আকর্ষণ বাড়ছে

৭ জানুয়ারি ২০২১

হাল ফ্যাশনের পোশাক অনেকেরই কাম্য৷ কিন্তু প্রত্যেক মরসুমে নতুন ফ্যাশন উৎপাদন কতটা টেকসই হতে পারে? ইউরোপের কিছু ডিজাইনার নানাভাবে নিজেদের সৃষ্টিকর্ম টেকসই করে তোলার উদ্যোগ নিচ্ছেন৷

https://p.dw.com/p/3nde3
হাল ফ্যাশনের পোশাক অনেকেরই কাম্য৷ কিন্তু প্রত্যেক মরসুমে নতুন ফ্যাশন উৎপাদন কতটা টেকসই হতে পারে? ইউরোপের কিছু ডিজাইনার নানাভাবে নিজেদের সৃষ্টিকর্ম টেকসই করে তোলার উদ্যোগ নিচ্ছেন৷
ছবি: Getty Images/Thomas Lohnes

ফ্যাশনের জগতেও যে সামাজিক সচেতনতা সম্ভব প্রোজেটো কুইড তা দেখিয়ে দিচ্ছে৷ এই কোম্পানি এমনভাবে পোশাক উৎপাদন করতে চায়, যার ফলে শুধু ক্রেতা নয়, কর্মী ও পরিবেশেরও লাভ হবে৷ প্রতিষ্ঠাতা হিসেবে আনা ফিসকালে বলেন, ‘‘আমরা নারীদের জন্য ‘এথিকাল ফ্যাশন’ সৃষ্টি করি৷ এই শিল্পখাতের অবশিষ্ট কাপড় সংগ্রহ করে এবং বঞ্চিত মানুষ, বিশেষ করে নারীদের নিয়োগ করে কাজের সুযোগ দেই৷ বসন্ত, গ্রীষ্ম ও শীতকালের জন্য ফ্যাশন কালেকশন সৃষ্টি করি৷’’

চলতি বছরের হেমন্ত ও শীতের ফ্যাশন কালেকশনের জন্য যে কাপড় কেনা হয়েছিল, সেটি শেষ হওয়া পর্যন্ত পোশাক তৈরি করা হয়েছে৷ বাড়তি পোশাক তৈরি করতে অতিরিক্ত কাপড় কেনা হয়নি৷

ইটালির ভেরোনা শহরে কোম্পানির সদর দফতরে পোশাক তৈরি হয়৷ প্রায় ১৫০ জন কর্মীদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি৷ অনেকের জন্য এই চাকরির বিশেষ গুরুত্ব রয়েছে৷ আনা ফিসকালে বলেন, ‘‘সত্তর শতাংশ কর্মীর ব্যক্তিগত জীবন সমস্যায় ভরা৷ যেমন অনেকে শারীরিক প্রতিবন্ধকতা, হিংসা বা মানব পাচারের শিকার৷ আমরা ভেরোনা শহরের কারাগারের সঙ্গে সহযোগিতার কয়েদি ও প্রাক্তন কয়েদিদেরও কাজে লাগাই৷’’

ফেলে দেয়া কাপড় দিয়েই আধুনিক ফ্যাশন

পুরানো ফ্যাশন কালেকশন অথবা অবিক্রিত পোশাক থেকে কাপড় সংগ্রহ করা হয়৷ অনেক সময়ে নাম প্রকাশে অনিচ্ছুক ইটালির কিছু নামী সংস্থাও কাপড় দান করে৷ সরবরাহ নেটওয়ার্কের ম্যানেজার হিসেবে মার্কো পেনাৎসি বলেন, ‘‘আমাদের প্রক্রিয়া বিপরীতমুখী৷ অর্থাৎ হাতে যে কাপড় থাকে এবং যা পাওয়া যায়, তার ভিত্তিতে আমরা ক্রেতাদের কোনো পণ্য দিতে পারি৷’’

মার্কো পেনাৎসি নতুন কাপড় সংগ্রহ করেন৷ গোটা দেশ ঘুরে তাঁকে সেই কাজ করতে হয়৷ তার মতে, ‘‘আমরা শুধু ইটালিতে তৈরি কাপড়ই ব্যবহার করি, যা বিলাসবহুল ব্র্যান্ডের ক্ষেত্রে সত্যি বিরল ঘটনা৷ উচ্ছিষ্ট কাপড়ের কারণে আমাদের ব্র্যান্ড সত্যি অনবদ্য৷’’

ইউরোপের অন্য অনেক ডিজাইনারও এই টেকসই প্রবণতা গ্রহণ করছেন৷ যেমন নেদারল্যান্ডসের ডিউরান লান্টিক নিজের ডিজাইনের জন্য উচ্চ মানের কাপড় পুনর্ব্যবহার করেন৷ ফরাসি-ইসরায়েলি ডিজাইনার বঁজাম্যাঁ বঁমোইয়াল তাঁর রংচংয়ে পোশাকের উপাদান হিসেবে পুরানো অডিও ও ভিডিও ক্যাসেট ব্যবহার করেন৷ স্পেনের ‘একোআল্ফ' ব্র্যান্ড সমুদ্রে পাওয়া প্লাস্টিক রিসাইকেল করে পোশাক তৈরি করে৷

চলতি বছরে প্রোজেটো কুইড প্রখ্যাত গ্রিন কার্পেট ফ্যাশন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে স্বীকৃতি পেয়েছে৷ সেই অনুষ্ঠানে সোফিয়া লোরেন, ভালেন্টিনো গারাভানি বা কলিন ফার্থের মতো তারকা উপস্থিত ছিলেন৷ প্রোজেটো কুইডের প্রতিষ্ঠাতা আনা ফিসকালে বলেন, ‘‘সামাজিক ও পরিবেশগত মূল্যবোধের সঙ্গে এথিকাল ফ্যাশনের মেলবন্ধনের কারণে আমরা এই পুরষ্কার পেয়েছি৷ অনেক কাল ধরে এই পুরষ্কারের আশায় ছিলাম৷ চলতি বছরের গ্রীষ্মে মনোনয়নের খবর পেয়ে আমরা খুব খুশি হয়েছিলাম৷’’

একই সঙ্গে স্টাইল ও টেকসই প্রক্রিয়ার স্বীকৃতি ভবিষ্যতেও এমন উদ্যোগকে উৎসাহ দেবে৷

মেগিন লেই/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান