1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঝাড়খণ্ডে পিছিয়ে বিজেপি

২৩ ডিসেম্বর ২০১৯

ঝাড়খণ্ডে ক্ষমতাসীন বিজেপি পিছিয়ে। ফলাফলের প্রবণতায় খুব বেশি বদল না হলে মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ডও বিজেপির হাতছাড়া হওয়ার সম্ভাবনা আছে৷

https://p.dw.com/p/3VFTw

এনআরসি এবং নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক ও প্রবল প্রতিবাদের মধ্যে প্রথম যে রাজ্য

বিধানসভার ভোটের ফল বেরল, সেখানে পিছিয়ে পড়েছে বিজেপি৷ ঝাড়খণ্ডে আপাতত ফলাফলের যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে জেএমএম, কংগ্রেস ও আরজেডির জোট বিজেপিকে পিছনে ফেলে দিয়েছে৷ এই প্রবণতায় কোনও নাটকীয় বদল না হলে জোটের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার বা কাছাকাছি থাকার সম্ভাবনা বেশি৷  জোট এগিয়ে ৪২ আসনে৷ বিজেপি এগিয়ে ২৯ আসনে৷  সরকার গঠনের জন্য ৪১টি আসনই দরকার৷  বিজেপির প্রাক্তন জোটসঙ্গী আজসু পাঁচটিতে ও জেএমএম জোটের প্রাক্তন সঙ্গী জেভিপি ৩টি আসনে এগিয়ে আছে৷ মুখ্যমন্ত্রী রঘুবর দাসের বিরুদ্ধে লোকের ক্ষোভের পাশাপাশি এনআরসি-নাগরিকত্ব সংশোধনী আইনের প্রভাবও ফলাফলে পড়েছে বলে বিরেধীদের দাবি৷

জেএনএন ও কংগ্রেসের তরফে আগেভাগে জানিয়ে দেওয়া হয়েছে, তারা ভোটের আগের জোট৷ তাই বিজেপি সবথেকে বড় দল হতে পারে, কিন্তু জোট হিসাবে তারা এগিয়ে আছে৷ তাই রাজ্যপালের উচিত, জোটকে সরকার গঠনের জন্য ডাকা৷ বিজেপিকে যেন কোনওভাবে ডাকা না হয়৷মুখ্যমন্ত্রী রঘুবর দাসও পিছিয়ে আচেন৷  তা সত্ত্বেও বিজেপির আশা, তারাই শেষ হাসি হাসবে৷ কারণ, সাতটা আসনে এগিয়ে-পিছিয়ে থাকার ব্যবধান মাত্র পাঁচশো ভোটের৷  

বিস্তারিত আসছে...

জেএইচ/এসজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য