1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিজেপি ৫, বিরোধী ১

গৌতম হোড় নতুন দিল্লি
৩ ডিসেম্বর ২০১৯

স্কোর এখন ৫-১৷ ফুটবলের নয়, ভারতে দল বা বিধায়ক ভাঙিয়ে রাজ্য সরকার গড়া নিয়ে খেলার স্কোর৷ এতদিন খেলাটা ছিল একতরফা৷ মহারাষ্ট্রে বিজেপিকে ধাক্কা দিয়ে প্রথমবার খাতা খুলল বিরোধীরা৷ এরপর কী হবে?

https://p.dw.com/p/3U9iJ
Indien Neu-Delhi BJP Anhänger
ছবি: IANS

গত কয়েক বছর ধরে সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও গোয়া, বিহার, কর্ণাটক, মণিপুর ও সিকিমে সরকার গড়েছে বিজেপি৷ বিরোধীদের মুখের গ্রাস কেড়ে নিয়ে তারা কার্যত একতরফা খেলে গোলের পর গোল করে গিয়েছে৷ কংগ্রেসসহ বিরোধীরা শুধু তাকিয়ে দেখেছে এবং বঞ্চনার ও গণতন্ত্র হত্যার অভিযোগ তুলেছে৷ এতদিন পর্যন্ত এই খেলার ফল ছিল বিজেপি ৫ ও বিরোধী ০৷

গোয়ায় বিজেপি ক্ষমতায় ছিল, তারপর ভোটে মাত্র তেরোটি আসন পেয়েও দল ভাঙিয়ে তারা সরকার গঠন করে৷ সিকিমে তো বিজেপি প্রথমে কোনো আসনই পায়নি, তারপরেও ১০ জন বিধায়ক ভাঙিয়ে এনে সরকারে শামিল হলো তারা৷ মণিপুর, কর্ণাটকেও তারা দল ও বিধায়ক ভাঙিয়ে সরকার গঠন করলো৷ দিল্লিতে চালু কথাই হলো, বিধানসভায় ফলাফল যা-ই হোক না কেন, ক্ষমতায় তো বিজেপিই আসবে৷ সেখানেই ধাক্কাটা মেরেছে মহারাষ্ট্র,ধাক্কাটা দিয়েছেন বিরোধীরা৷

সুখেন্দু শেখর রায়

বিজেপিকে নরেন্দ্র মোদী ও অমিত শাহের আমলে প্রথমবার এই খেলায় হারাতে পেরেছে কংগ্রেস, এনসিপি ও শিবসেনা৷ ডয়চে ভেলেকে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বলেছেন, ‘‘এটা প্রাকৃতিক নিয়ম৷ রাজনীতিতেও তা বলবৎ হয়৷ নদীতে ঢেউয়ের ধাক্কায় কখনো একূল ভাঙে, কখনো অন্য কূল৷ মহারাষ্ট্র.সেই সূচনাটা করে দিয়েছে৷''

বিরোধীদের তরফে সূচনাটা তো হলো৷ কিন্তু তারপর? সংখ্যাটা কি আর বাড়বে? নাকি আবার বিজেপির কাছেই গোহারা হারতে হবে বিরোধীদের? সুখেন্দু শেখর রায় যে প্রাকৃতিক নিয়মের কথা বলছেন তা মহারাষ্ট্রের আগে খুব একটা কাজ করছিল না৷ তাই ভবিষ্যতে কী ৫-১ এর ব্যবধানটা কমবে, নাকি তা আরো বাড়বে?

সুগত হাজরা

মহারাষ্ট্রে বিজেপির কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে এনে কংগ্রেস, এনসিপিসহ বিরোধিরা উজ্জীবিত৷ তারা এখন গোয়ায় বিজেপির কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা শুরু করেছে৷ বিহারে আরজেডিও নীতিশ কুমারের সঙ্গে আবার জোট করতে চাইছে৷ সেসব প্রয়াস সাফল্যের মুখ দেখবে কিনা তা বলার সময় এখনো আসেনি৷ তবে মহারাষ্ট্রে একটা অন্য বিষয়ও সামনে এসেছে, সেটা হলো, মোদী সরকার ও কর্পোরেটের একাংশের লড়াই৷ রাজনৈতিক বিশ্লেষক সুগত হাজরা ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘ভারতের কর্পোরেট সেক্টর মোদী সরকারের ওপর খুশি নয়৷ প্রধানমন্ত্রীর অনেক পদক্ষেপ তারা মেনে নিতে পারছে না৷ তারা বিজেপির বিরুদ্ধে চলে যাওয়ায় মহারাষ্ট্রে বিরোধী সরকার গঠনের পথ সুগম হয়েছে৷

ঝাড়খন্ড বিধানসভা নির্বাচন চলছে৷ এখানে কী পরিস্থিতি দাঁড়ায় তার দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের৷ তবে মহারাষ্ট্রের ধাক্কাটা বিজেপিতে ভালোই লেগেছে৷ গোপীনাথ মুন্ডের মেয়ে পঙ্কজা মুন্ডে বেসুরে গাইতে শুরু করে দিয়েছেন৷ অন্য নেতারাও ক্রমশ মুখ খুলছেন৷ আপাতত ছোট ধাক্কাটাই জোরে লেগেছে৷ পরে বিরোধীরা যদি স্কোর বাড়াতে পারে তখন ওই ধাক্কাটা আরো বড় হতে পারে৷

গত এপ্রিলের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান