1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জ্যাকসন ফরএভার'-এর পক্ষে মা ক্যাথরিন, বাদ গেল ‘কিস'

১৭ আগস্ট ২০১১

প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের প্রতি বিশ্ব সাংস্কৃতিক অঙ্গনের গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটতে যাচ্ছে যুক্তরাজ্যের কার্ডিফ মিলেনিয়াম স্টেডিয়ামের আসরে৷ তবে এই কনসার্ট নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে নানা বিতর্ক৷

https://p.dw.com/p/12I7X
আজও অমর মাইকেল জ্যাকসনছবি: AP

গোটা বিশ্বের সংগীত প্রেমীদের কাছে পরম শ্রদ্ধার পাত্র ছিলেন পপ তারকা তারকা মাইকেল জ্যাকসন৷ তাই তাঁর অকাল মৃত্যুকে কেউ মেনে নিতে পারেনি৷ এবার তাই এই প্রয়াত শিল্পীর প্রতি বিশ্ববাসীর পরম ভক্তি ও শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয়েছে ‘মাইকেল ফরএভার' শিরোনামের মহাআসরের৷ আগামী ৮ অক্টোবর যুক্তরাজ্যের ওয়েলস-এ অনুষ্ঠিত হবে আলোচিত সেই কনসার্ট৷ ইতিমধ্যে সেখানে গান পরিবেশনের জন্য সম্মতি জানিয়েছেন পপ তারকা ক্রিস্টিনা আগিলেরা, ব্রিটিশ গায়িকা লেওনা লুইস, রক ব্যান্ড অ্যালিয়েন অ্যান্ট ফার্ম, মোটাউন কিংবদন্তি স্মোকি রবিনসন, শিল্পী ও গীতিকার সি লো গ্রিনসহ আরো অনেকে৷

তবে সেই আসরে রক ব্যান্ড ‘কিস' এর অংশ গ্রহণের খবরে শুরু হয় উত্তপ্ত বিতর্ক৷ বিতর্কের কারণ জ্যাকসন সম্পর্কে কিস ব্যান্ডের কর্ণধার জিন সিমন্সের এক সময়ের মন্তব্য৷ প্রয়াত মহান শিল্পী জ্যাকসনের বিরুদ্ধে শিশুদের উপর যৌন নির্যাতনের অভিযোগ আদালতে মিথ্যা প্রমাণিত হলেও এ ব্যাপারে কড়া মন্তব্য করেছিলেন সিমন্স৷ সিমন্সের সমালোচনামূলক মন্তব্য, ‘‘কিছু রটে তো কিছু বটেই৷'' শিশুদের উপর জ্যাকসন যৌন নির্যাতন করেছিলেন বলে মনে করেন সিমন্স৷ আর সেখানেই আপত্তি জ্যাকসন ভক্তদের৷ তাই ‘কিস' ব্যান্ডের নাম শোনার পর থেকেই এ ব্যাপারে ঘোর বিতর্ক শুরু হয়৷ শেষ পর্যন্ত কার্ডিফ আসরের আয়োজকরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে, সেখানে থাকছে না ‘কিস'৷

KISS im PNC Bank Arts Center
রক ব্যান্ড ‘কিস'ছবি: AP

এদিকে, কার্ডিফ আসর আয়োজনের বিপক্ষে অবস্থান নিয়েছেন জ্যাকসনের দুই ভাই ব়্যান্ডি এবং জেরমেন৷ তাঁদের দাবি, জ্যাকসনের অকাল মৃত্যুর জন্য দায়ী চিকিৎসকের বিচার প্রক্রিয়া লস অ্যাঞ্জেলেসে ২৬ সেপ্টেম্বর শুরু হবে৷ এমন সময় এই আসরের আয়োজন ঐ বিচার প্রক্রিয়ার দিকে মনোযোগে ব্যাঘাত ঘটাবে৷ তবে দুই ছেলের বিরোধিতা সত্ত্বেও এই আসরের পক্ষে মত দিলেন জ্যাকসনের মা ক্যাথরিন জ্যাকসন৷

গণমাধ্যমকে তিনি বলেন, ‘‘আমি তাদের অনুভূতি বুঝি৷ আমিও একইভাবে বিষয়টি অনুভব করি৷ কিন্তু একইসাথে জ্যাকসনের মৃত্যু প্রায় দু'বছর হয়ে গেল৷ আদালতের যা করণীয় তা তারা করবে৷ অন্যদিকে আমার ছেলের প্রতি শ্রদ্ধা জানানোর যে উদ্যোগ সেটিকে আমি সমর্থন করি৷'' মা ক্যাথরিনের সাথে এই উদ্যোগের পক্ষে রয়েছেন জ্যাকসনের বোন লা টয়া এবং ভাই টিটো, মার্লন এবং জ্যাকি৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান