1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাইকেল জ্যাকসনের তৈরি শিল্প সামগ্রী দান করলো তাঁর ছেলেমেয়েরা

১০ আগস্ট ২০১১

মাইকেল জ্যাকসনের দশটি শিল্প সামগ্রী দান করা হয়েছে লস এঞ্জেলেসের একটি শিশু হাসপাতালে৷ দান করেছে মাইকেল জ্যাকসনের তিন ছেলেমেয়ে৷

https://p.dw.com/p/12Dpe
জার্মানির ফ্যান্টাসিয়াল্যান্ডে শিশুদের নিয়ে জ্যাকসনছবি: AP

মাইকেল জ্যাকসন আমাদের মাঝে আর নেই৷ কিন্তু তিনি পেছনে রেখে গেছেন তাঁর তিন ছেলেমেয়ে৷ পুত্র প্রিন্সের বয়স ১৪, কন্যা প্যারিসের ১৩ এবং ছোট ছেলে প্রিন্স মাইকেল অথবা ব্ল্যাঙ্কেটের বয়স ৯৷ ছেলেমেয়েরা বাবার শিল্পকর্মে সই করেছে এবং তারপর তা দান করেছে হাসপাতালে৷

জ্যাকসন পরিবারের ঘনিষ্ঠ বন্ধু এবং আর্টিস্ট ব্রেট লিভিংস্টোন স্ট্রং শিল্প কর্মগুলো দানের জন্য দেন৷ মাইকেল জ্যাকসনের বেশ কিছু শিল্প কর্ম তাঁর কাছে রাখা ছিল৷ ২০০৯ সালের জুন মাসে ৫০ বছর বয়সে মারা যান কিং অফ পপ মাইকেল জ্যাকসন৷

Hauptplakat AUsschnitt Michael Jackson in MICHAEL JACKSON THIS IS IT © 2009 Sony Pictures Releasing GmbH
ছবি: Sony Pictures

মাইকেল জ্যাকসনের বোন লা টয়া জ্যাকসন শিল্পকর্ম প্রসঙ্গে বলেন, ‘‘এসব শিল্পকর্মের দিকে তাকালে, যে কারো মন ভালো হয়ে যাবে৷'' হাসপাতালে শিল্পকর্মগুলো দান করার অনুষ্ঠানে কথাগুলো বলেন তিনি৷ জানান, ‘‘অগোছালোভাবে এগুলে তৈরি করা হয়েছে৷ কিন্তু তারপরেও মুগ্ধ হয়ে তা দেখতে হয়৷ শিল্পগুলোর মধ্যে দিয়ে আনন্দ এবং শান্তিকে তুলে ধরা হয়েছে৷''

লা টয়া আরো বলেন, যে কোন বাচ্চা এগুলোর দিকে তাকালে আনন্দ পাবে৷ বাচ্চাটির মন ভালো হয়ে যাবে৷ এবং বাচ্চাটি আনন্দ পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইয়ের মনেও এক ধরণের আনন্দ অনুভূত হবে৷

হাসপাতালের সেই অনুষ্ঠানে মাইকেল জ্যাকসনের মা ক্যাথরিন জ্যাকসন এবং লস এঞ্জেলেস শহরের মেয়র এ্যান্টনিও ভিলারায়গোসা উপস্থিত ছিলেন৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান