1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে কৃষিশ্রমিকেরা করোনায় সংক্রমিত

২৭ জুলাই ২০২০

জার্মানির বাভারিয়া রাজ্যের ডিঙলফিং-লান্ডাউ শহরে ১৭৪ জন ফসল তোলা শ্রমিকের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে৷ যে কারণে পুরো খামার এলাকার মোট ৪৮০ জন কর্মী এখন কোয়ারান্টিনে রয়েছে, জানায় জেলা কর্তৃপক্ষ৷

https://p.dw.com/p/3fxkz
ছবি: picture-alliance/dpa/B. Pedersen

করোনা সংক্রমণ আরো বেশি ছড়িয়ে পড়া এড়াতে কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন পৌরসভা প্রশাসক ভেরনার ভুমেডার৷ হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া এবং ইউক্রেন থেকে আসা মৌসুমী ফসল তোলা শ্রমিকদের সোস্যাল ডিসট্যান্সিং এর দিকে আরো কঠোরভাবে নজর রাখা হবে বলে জানান তিনি৷ তাছাড়া করোনা টেস্টে নেগেটিভ, পজিটিভ সকলেরই এখন খামার এলাকা ছেড়ে বাইরে যাওয়া বন্ধ৷ 

বাভারিয়ার স্বাস্থ্যমন্ত্রী মেলানি হুমল সাংবাদিকদের সামনে বিষয়টিকে অসম্ভব গুরুত্বপূর্ণ বলে অভিহিত করে বলেন, খামার এলাকায় করোনা সংক্রমণের ব্যাপারে তাত্ক্ষণিকভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে৷ তাছাড়া একই সাথে অন্যান্য খামারে মৌসুমী শ্রমিকদেরও করোনা টেস্টের কথা বলেন তিনি, বিশেষ করে লোয়ার বাভারিয়া রাজ্যে৷

ভেরনার ভুমেডার মনে করেন, মৌসুমী শ্রমিকদের ক্ষেত্রে স্বাস্থ্যবিধির নিয়মাবলী কঠোরভাবে মানা হয়নি৷ করোনা টেস্ট করা পজিটিভ এবং নেগেটিভ শ্রমিক একসাথে কাজ করার ফল এখন দেখা যাচ্ছে৷ এ ব্যাপারে খামারগুলির দিকে কত্তৃপক্ষের বিশেষভাবে নজর দেওয়া উচিত৷

এনএস/কেএম (ডিপিএ, এএফপি)