1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতীয় ঈদগাহের নিরাপত্তার দায়িত্ব ইতিমধ্যেই বুঝে নিয়েছে ব়্যাব

৩০ আগস্ট ২০১১

সোমবার দুপুর থেকেই ক্লোজ সার্কট ক্যামেরা, মাইন ডিটেকটরসহ নিরাপত্তা সরঞ্জাম নিয়ে দায়িত্ব পালন করছেন ব়্যাব সদস্যরা৷ পুলিশ সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বলেছেন মহাপরিদর্শক৷

https://p.dw.com/p/12PLY
ঈদের সময় নিরাপত্তা বজায় রাখা বড় চ্যালেঞ্জছবি: AP

আজ চাঁদ দেখা গেলে, কাল ঈদ৷ আর ঈদের নামাজ নির্বিঘ্ন করতে সোমবার দুপুর থেকেই জাতীয় ঈদগাহের নিরাপত্তার দায়িত্ব বুঝে নিয়েছে ব়্যাব৷ ৫০০ জন ব়্যাব সদস্য ঘিরে রেখেছে ঈদগাহ ময়দান৷ সোমবার দুপুরে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ব়্যাব মহাপরিচালক মোখলেছুর রহমান সাংবাদিকদের বলেন, ক্লোজ সার্কট ক্যামেরা, মাইন ডিটেকটরসহ নিরাপত্তা সরঞ্জাম নিয়ে ঈদগাহে দায়িত্ব পালন করছেন ব়্যাব সদস্যরা৷

সব ধরনের নাশকতা ঠেকাতে ঈদগাহে তৈরি করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তা ক্যাম্প৷ জাতীয় ঈদগাহ ময়দানেই রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ঈদের নামাজ আদায় করবেন৷ ঈদের জামাতকে নির্বিঘ্ন করার জন্য হাইকোর্ট প্রাঙ্গণে ২ লাখ ৬০ হাজার বর্গফুট এলাকায়, মোটা তাঁবু টাঙিয়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে৷ ওপরের মতো ভূমিতেও বিছিয়ে দেওয়া হয়েছে পানিরোধক ত্রিপল৷ ১ লাখ ২০ হাজার মুসলমান সেখানে একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন৷ এছাড়া ৫ হাজার মহিলার জন্য রাখা হয়েছে পৃথক নামাজ আদায়ের ব্যবস্থা৷

Bettler in Dhaka, Bangladesh
ঈদকে ঘিরে মানুষের উৎসাহছবি: AP

এদিকে ঈদ উপলক্ষে বাড়ি ফেরা মানুষ যেন পুলিশের চাঁদাবাজির শিকার না হন, সেজন্য পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বিশেষ নির্দেশনা দিয়েছেন৷ প্রতি বছর ঈদের সময় হাইওয়েগুলোতে পুলিশের চাঁদাবাজির অভিযোগ ওঠে৷ পুলিশ প্রধান বলেন, কারো বিরুদ্ধে এই ধরণের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ আর ব়্যাব মহাপরিচালক মোখলেছুর রহমান বলেছেন, দেশবাসী যাতে নির্বিঘ্ন ঈদ উদযাপন করতে পারেন, এজন্য প্রথাগত কালো পোশাকের বাইরেও সাদা পোশাকে ব়্যাব সদস্যরা টহল দেবেন৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য