1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদে বাড়ি ফিরছে মানুষ, ফাঁকা হচ্ছে ঢাকা

২৮ আগস্ট ২০১১

ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকা ফাঁকা হতে শুরু করেছে৷ রাজধানীর চিরচেনা যানজট আর নেই৷ তবে রেল আর লঞ্চ স্টেশনে কিন্তু দেখা যাচ্ছে ব্যাপক জনজট৷

https://p.dw.com/p/12OzP
ঈদে বাড়ি ফিরছে মানুষছবি: picture-alliance / dpa/dpaweb

কারণ বাড়ি ফিরতে শুরু করেছে হাজার হাজার ঘরমুখো মানুষ৷ আর তাদের মূল ভরসা এবার ট্রেন ও লঞ্চ৷ তাই দূর পাল্লার বাসের চিত্র আলাদা৷ যাত্রীর অভাবে অনেকটা ঠায় বসে থাকতে হচ্ছে তাদের৷

ঈদ এবং অন্যান্য ছুটি মিলিয়ে টানা নয় দিনের ছুটিতে রাজধানী ছাড়ছে নগরবাসী৷ আর এ কারনে এরই মধ্যে নগরী অনেকটা ফাঁকা হয়ে গেছে৷ রাজধানীর চিরচেনা যানজট না ধাকায় ট্রাফিক পুলিশও যেন অনেকটা হাফ ছেড়ে বেঁচেছে৷

নগর পরিবহণে আর বাদুরঝোলা হয়ে চলতে হচ্ছেনা৷ সিট পাওয়া যায় বাস মিনিবাসে উঠলেই৷ আর সিটি সার্ভিসের ড্রাইভাররাও জানালেন সেকথা৷ যারা এই ঈদের ঢাকায় থেকে যাচ্ছন তারা বেশ ফুরফুরে মেজাজেই আছেন৷ কয়েকদিন যানজটমুক্ত নগরীতে প্রাণভরে নি:শ্বাস নিতে পারবেন৷

কিন্তু রেলস্টেশনে এখনো ঘরমুখো মানুষের ভীড়৷ টিকেট মিললেও ঠিক সময় ট্রেন ছাড়ছে না৷ যাত্রীদের বসে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা৷ তবে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এই ধরণের পরিস্থিতির কথা অস্বীকার করেন৷

এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও বেজায় ভীড়৷ যাত্রীদের অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চের ছাদে চড়ে গন্তব্যে রওয়ানা হয়েছেন৷

অন্যদিকে সড়ক-মহাসড়কের দুরবস্থার কারণে এবার বাসের যাত্রী অনেক কম৷ টিকেট থাকলেও যাত্রী নেই৷ বাস মালিকরা এর জন্য দুষছেন সংবাদ মাধ্যমেকে৷ তাদের কথা, সংবাদ মাধ্যম বেশি বেশি করে রাস্তার দুরবস্থার কথা প্রচার করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম