1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতিসংঘের চুক্তি প্রত্যাখ্যান করলো চেক প্রজাতন্ত্র

১৪ নভেম্বর ২০১৮

অভিবাসন সংক্রান্ত চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করতে একটি বৈশ্বিক চুক্তি চূড়ান্ত করেছে জাতিসংঘ৷ চেক প্রজাতন্ত্র চুক্তি থেকে দূরে থাকার কথা জানিয়েছে৷

https://p.dw.com/p/38FIj
Vereinte Nationen Flagge Symbolbild
ছবি: DW/F. Görner

 

অভিবাসন সংক্রান্ত চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করতে একটি বৈশ্বিক চুক্তি চূড়ান্ত করেছে জাতিসংঘ৷ জুলাই মাসে তৈরি হওয়া চুক্তিটি ডিসেম্বরে মরক্কোতে এক বৈঠকে গৃহীত হওয়ার কথা রয়েছে৷

তবে যুক্তরাষ্ট্র প্রথম দেশ হিসেবে জানিয়ে দিয়েছে যে, তারা এই চুক্তির সঙ্গে থাকবে না৷ এরপর হাঙ্গেরি, অস্ট্রেলিয়া, বুলগেরিয়া ও অস্ট্রিয়াও চুক্তি থেকে দূরে থাকার কথা জানিয়েছে৷ পোল্যান্ড, স্লোভাকিয়া ও ইটালিও চুক্তি সমর্থন না করার পরিকল্পনা করছে৷

বুধবার এসব দেশের সঙ্গে যোগ দিয়েছে চেক প্রজাতন্ত্র৷ চুক্তিটি সমর্থন না করার মূল কারণ হিসেবে তারা বলছে যে, চুক্তিতে অর্থনৈতিক অভিবাসন ও রাজনৈতিক আশ্রয় প্রার্থনার বিষয়টি আলাদা করা হয়নি৷

 

চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিস অতীতে বলেছিলেন, তিনি এই চুক্তির বিরোধী, কারণ, ‘‘এটি আসলে অভিবাসনকে মৌলিক মানবাধিকার হিসেবে দেখছে'৷

‘গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, অর্ডার্লি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন' শীর্ষক জাতিসংঘের এই চুক্তির শর্ত মানতে সদস্যরাষ্ট্রগুলো আইনগতভাবে বাধ্য থাকবে না৷

অভিবাসী স্রোতকে মানবিক উপায়ে নিয়ন্ত্রণ করতে চাইলে পুরো বিশ্বকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে৷ এই প্রয়োজনীয়তার কথা অনুভব করে জাতিসংঘ এমন চুক্তির পরিকল্পনা করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন৷

উল্লেখ্য, বর্তমানে প্রায় ২৫৮ মিলিয়ন মানুষ তাঁদের জন্ম নেয়া দেশের বাইরে অবস্থান করছে৷ জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, অসমতা ও জনসংখ্যা বৃদ্ধি ইত্যাদি কারণে এই সংখ্যা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে৷

জেডএইচ/এসিবি (এএফপি, এপি, রয়টার্স)