1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলে গেলেন আলী যাকের

২৭ নভেম্বর ২০২০

ক্যানসারের সঙ্গে চার বছরের লড়াই শেষে মৃত্যু হলো বিশিষ্ট অভিনেতা এবং নির্দেশক আলী যাকেরের৷

https://p.dw.com/p/3ltSU
আলী যাকের
ছবি: Muhammad Mostafigur Rahman/DW

বিদায় নিলেন বিশিষ্ট অভিনেতা এবং নির্দেশক আলী যাকের৷ ঢাকার ইউনাইটেড হাসপাতালে শুক্রবার ভোর ৬টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়৷ এই সংবাদ প্রথম জানায় তাঁর তৈরি বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রি সিক্সটি৷ দুই দিন আগে তাঁর করোনা সংক্রমণও হয়েছিল বলে ফেসবুকে জানিয়েছেন আলী যাকেরের পুত্র ইরেশ যাকের৷

গত শতকের সত্তর থেকে নব্বইয়ের দশকে মঞ্চ আর টেলিভিশনে নিয়মিত অভিনয় করেছেন আলী যাকের৷ একুশে পদকও পেয়েছেন তিনি৷ 

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি৷ বলেছেন, 'বরেণ্য অভিনেতা আলী যাকের ছিলেন দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র৷ তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো৷

আলী যাকের
ছবি: Muhammad Mostafigur Rahman/DW

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, দেশের শিল্পকলা ও সাংস্কৃতিক অঙ্গনে আলী যাকেরের অবদান স্মরণীয় হয়ে থাকবে৷’

সাবেক সংস্কৃতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আসাদুজ্জামান নূর বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, আলী যাকেরের মরদেহ শুক্রবার বেলা ১১টায় নিয়ে যাওয়া হবে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে৷

মুক্তিযুদ্ধ জাদুঘরের অনুষ্ঠান সমন্বয়ক রফিকুল ইসলাম জানিয়েছেন, মুক্তিযুদ্ধ জাদুঘরে গার্ড অফ অনার দেওয়া হবে একাত্তরের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম এই ব্যক্তিত্বকে৷

দুপুরে আলী যাকেরের মরদেহ নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে৷ সেখানে কবরস্থান মসজিদে জানাজার পর তাঁকে দাফন করা হবে৷

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে গত রোববার বাসায় ফিরে গিয়েছিলেন আলী যাকের৷ অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাঁকে ফের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ শুক্রবার ভোরে সেখানেই মারা যান তিনি৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর৷ ১৯৪৪ সালে চট্টোগ্রামে জন্ম হয়েছিল তাঁর৷

এসজি/জিএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

২০১৮ সালের ছবিঘরটি দেখুন...