1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিজেএফবি’র আজীবন সম্মাননা পেলেন চলচ্চিত্র তারকা সুচন্দা

৭ অক্টোবর ২০১১

বাংলাদেশের জাতীয় দৈনিক এবং টেলিভিশনের বিনোদন সম্পাদকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি এবং গ্লোব সফট ড্রিঙ্কস লিমিটেড-এর যৌথ উদ্যোগে প্রদান করা হলো ‘ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০১০’৷

https://p.dw.com/p/12nXs
কোহিনূর আক্তার সুচন্দাছবি: Arafat Raihan

এটি সিজেএফবির ১২তম পুরস্কার বিতরণী৷ সংগীত-চলচ্চিত্র এবং টেলিভিশন মিডিয়ায় বছরের সেরা গায়ক-গায়িকা, টিভি এবং চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রীদের মাঝ থেকে সিজেএফবি বিচারক পরিষদ মনোনীত ব্যক্তিত্বরা এই পুরস্কারে ভূষিত হন৷

Kohinoor Aktar Shuchanda berühmte Schauspielerin aus Bangladesch
ষাটের দশকে সুচন্দাছবি: Arafat Raihan

চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য শুক্রবার ‘ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০১০-এর আজীবন সম্মাননা পুরস্কার পেলেন কোহিনূর আক্তার সুচন্দা৷ বিগত ১১ বছরে এই সম্মাননা অর্জন করেছেন সংগীত ও চলচ্চিত্র ব্যক্তিত্ব রুনা লায়লা, শাহনাজ রহমতউল্লাহ, গাজী মাজহারুল আনোয়ার, সাবিনা ইয়াসমীন, আলম খান, আজম খান, শবনম, আলী জাকের, আবদুল্লাহ আল মামুন, জুয়েল আইচ এবং সর্বশেষ আসাদুজ্জামন নূর এমপি৷

বাংলাদেশের চলচ্চিত্র যাদের হাত ধরে সসম্মানে বুক চিতিয়ে সামনে চলা শুরু করে তাদের একজন সুচন্দা৷ বাংলাদেশের চলচ্চিত্রকে যেমন আন্তর্জাতিক বিশ্বে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছেন, তেমনি নিজেও হয়েছেন চলচ্চিত্রপ্রেমীদের কাছে নন্দিত, তাদের ভালোবাসায় হয়েছেন অভিষিক্ত৷ অর্জন করেছেন আন্তর্জাতিক খ্যাতি৷

Kohinoor Aktar Shuchanda berühmte Schauspielerin aus Bangladesch Flash-Galerie
যশোরে জন্ম বাংলাদেশের মানুষের প্রিয় অভিনেত্রী ও পরিচালক সুচন্দারছবি: Arafat Raihan

যশোরে জন্ম বাংলাদেশের মানুষের প্রিয় অভিনেত্রী সুচন্দার৷ চলচ্চিত্র জগতে তাঁর কাজ শুরু গত শতাব্দীর ষাটের দশকে৷ অনেকগুলো বাংলা ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন তিনি৷ তাঁর ছোট বোন ববিতা এবং চম্পাও জনপ্রিয় অভিনেত্রী৷ ১৯৬৮ সালে চলচ্চিত্র পরিচালক জহির রায়হানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুচন্দা৷ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নিখোঁজ হন বাংলাদেশের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিভা জহির রায়হান৷

সত্তরের দশকে মুক্তি পাওয়া ছবি ‘জীবন থেকে নেয়া' এবং নব্বইয়ের দশকের ‘ঝিনুক মালা' ছবির জন্য সবচেয়ে বেশি খ্যাতি কুড়িয়েছেন এই বাঙালি নায়িকা৷ এছাড়া ১৯৯৬ সালে ‘সবুজ কোট কালো চশমা' এবং ২০০৫ সালে স্বামী জহির রায়হানের ‘হাজার বছর ধরে' ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেন সুচন্দা৷ মুক্তির বছরই সেরা ছবি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় ‘হাজার বছর ধরে'৷ এই ছবির জন্য একই বছর সেরা পরিচালক মনোনীত হন সুচন্দা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান