1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রামের নারীদের ব্লাউজ কে দিয়েছে?

২৪ ডিসেম্বর ২০১৮

সরকারের উন্নয়নের ফিরিস্তি দিতে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো-তে হাজির হয়েছিলেন ঢালিউডের একসময়ের নায়িকা অঞ্জনা সুলতানা৷ একসময় তিনি বলে উঠলেন, গ্রামের নারীদের ব্লাউজ দেয়াও সরকারের অবদান৷

https://p.dw.com/p/3AaV7
ছবি: picture-alliance/NurPhoto/M. Hasan

২৮ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে৷ এ নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক হাস্যরসেরও৷

ভিডিওতে দেখা যায়, বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি'র টক শো ‘উপসংহার'-এর কিছু অংশ৷ তিন আলোচকের একজন চিত্রনায়িকা অঞ্জনা৷ আগে-পরের কোনো অংশ শোনা না গেলেও তাঁর কথা থেকে স্পষ্ট যে, তিনি তুলে ধরছেন সরকারের বিভিন্ন সফলতার গল্প৷

এক পর্যায়ে গার্মেন্টস শিল্পে বাংলাদেশ যে, দ্রুত এগিয়েছে, সে তথ্য তুলে ধরেন৷ কিন্তু এই উন্নয়নের প্রমাণ হিসেবে বলেন, ‘‘গ্রামে-গঞ্জে কেউ কিন্তু এখন আর ব্লাউজ ছাড়া থাকে না৷'' এরপর তিনি প্রশ্নও করেন, ‘‘কার উদ্যোগ, কার সফলতা এটা?'' উত্তরটাও দেন তিনি নিজেই, ‘‘মাননীয় প্রধানমন্ত্রীর সফলতা৷''

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এ নিয়ে মজা করতে ছাড়েননি৷ কেউ চাচ্ছেন প্রমাণ, কেউ আবার মজা করে বলছেন, এবার অন্য কোনো দল ক্ষমতায় এলে নারীদের ব্লাউজ কেড়ে নেয়া হবে৷

কয়েকমাস আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেশের মানুষকে মোবাইল ফোন পৌঁছে দেয়া সংক্রান্ত মন্তব্য করে হাসির খোরাক হন৷ অনেকে টানছেন সে উদাহরণও৷ কেউ কেউ বলছেন, সবাই মোবাইল ফোন পেলেও তাঁরা তা পাননি, এবারও তাঁদের কাছে কোনো ব্লাউজ পৌঁছানো হয়নি৷

ফেসবুক-টুইটার-ইউটিউবে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হচ্ছে এই ভিডিওটি৷ এর মধ্যে একটি ভিডিও একদিনে দেখা হয়েছে প্রায় পাঁচ লক্ষ বার৷

এডিকে/এসিবি