1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘১৬ কোটি মানুষ, ১৪ কোটি মোবাইল, কে দিয়েছে?'

২৫ সেপ্টেম্বর ২০১৮

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে ১৪ কোটি মোবাইল ফোন দিয়েছেন৷ ভাইরাল হওয়া এ বক্তব্য নিয়ে সৃষ্টি হয়েছে হাস্যরসের৷

https://p.dw.com/p/35QwD
Bangladesh Sheikh Hasina Regierungschefin
ছবি: Oli Scarff/Getty Images

২২ সেপ্টেম্বর শনিবার৷ কুমিল্লা টাউন হল ময়দানে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের৷

সরকারের উন্নয়নের বার্তা তৃণমূলে পৌঁছে দিতে বিমান ও ট্রেন যাত্রার পর সড়কপথে নির্বাচনী যাত্রায় চট্রগ্রাম-কক্সবাজার যাচ্ছে আওয়ামী লীগ৷ এর অংশ হিসেবেই এ পথসভা৷

প্রধান অতিথির বক্তব্যে সরকারের উন্নয়নের হিসেব দিচ্ছিলেন ওবায়দুল কাদের৷ বেকার ভাতা, বিধবা ভাতা, চাকরি, বিদ্যুৎসহ নানা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছিলেন তিনি৷ প্রতিটি ক্ষেত্রেই তিনি সামনে উপস্থিত সমর্থকদের জিজ্ঞেস করছিলেন, ‘কে দিয়েছে?' জবাবে সমর্থকরাও চিৎকার দিয়ে বলছিলেন, ‘শেখ হাসিনা, শেখ হাসিনা'৷

এরই এক পর্যায়ে কাদেরকে বলতে শোনা যায়, ‘১৬ কোটি মানুষের ১৪ কোটি মোবাইল, কে দিয়েছে?' এবারও উত্তরে সমর্থকরা বলেন, ‘শেখ হাসিনা, শেখ হাসিনা'৷

পুরো বক্তব্যের ১৪ সেকেন্ডের এই অংশটুকু মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷ অনেকেই নিজেদের ওয়ালে শেয়ার করছেন ভিডিওটি৷

প্রতিটি ওয়ালে পোস্ট করা ভিডিওই দেখেছেন কয়েক লাখের ওপর মানুষ৷ কাদেরের বক্তব্যকে ঘিরে সৃষ্টি হয়েছে হাস্যরসেরও৷

অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন, সরকার জনগণকে এত মোবাইল ফোন দিয়ে থাকলে, তাঁর মোবাইল ফোনটা গেল কোথায়!

এডিকে/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য