1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ, হত চার

৯ জুলাই ২০২১

কাশ্মীরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা(এলওসি) বরাবর সেনা-জঙ্গি সংঘর্ষ। মৃত দুই জঙ্গি এবং দুই সেনা।

https://p.dw.com/p/3wFd6
এলওসি-তে প্রহরা বাড়িয়েছে ভারতীয় সেনা। ছবি: picture-alliance/AP Photo/Channi Anand

জম্মু ও কাশ্মীরে ড্রোন দিয়ে বিস্ফোরণের চেষ্টার পর থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর প্রহরা অনেকটাই বাড়িয়েছে ভারতীয় সেনা। গত দুই দিনে তাদের সঙ্গে জঙ্গিদের একধিকবার সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তান থেকে ঢুকতে চাওয়া দুই জঙ্গি সেনার সঙ্গে এনকাউন্টারে মারা গেছে। সেনা মুখপাত্র জানিয়েছেন, দুই জন সেনা জওয়ানেরও মৃত্যু হয়েছে।

সেনা মুখপাত্র জানিয়েছেন, খবর ছিল জঙ্গিরা রাজৌরি, দাদাল, সুন্দরবনি সেক্টর দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করবে। সেইমতো ওই সব সেক্টরে প্রহরা বাড়ানো হয়েছিল। বৃহস্পতিবার দদালের জঙ্গলে জঙ্গিদের দেখতে পান সেনা জওয়ানরা। তারপরই শুরু হয় গুলির লড়াই।

মুখপাত্র জানিয়েছেন, জঙ্গিরা গুলি চালায়। হ্যান্ড গ্রেনেড ছোড়ে। সেনার গুলিতে দুই বিদেশি জঙ্গি মারা যায়।

বৃহস্পতিবার আরেকটি এনকাউন্টারে হিজবুল মুজাহিদীন সদস্য মেহরাজউদ্দিন মারা গেছে। সে হিজবুলের হয়ে কর্মী নিয়োগ করত। শুক্রবারও জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারের খবর এসেছে।

সেনার তরফ থেকে জানানো হয়েছে, বিমান বাহিনীর ঘাঁটিতে ড্রোন হানার পর থেকে সেনা অত্যন্ত সতর্ক ও সক্রিয়। এলওসি বরাবর সতর্কতা ও প্রহরা বাড়ানো হয়েছে। পাক প্রশিক্ষিত জঙ্গিরা এখন ভারতে ঢুকে হামলা করার পরিকল্পনা করেছে। তাদের যে কোনো মূল্যে ঠেকানো হবে বলে সেনা জানিয়েছে।

জিএইচ/এসজি(পিটিআই)