1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাক সীমান্তে জঙ্গি ঘাঁটি ধ্বংস ভারতীয় সেনার

২০ নভেম্বর ২০২০

পাকিস্তান সীমান্তে ফের সার্জিক্যাল স্ট্রাইকের দাবি ভারতীয় সেনার। একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে বিবৃতি প্রকাশ। 

https://p.dw.com/p/3laj3
ছবি: picture alliance/AP Photo/C. Anand

ফের সার্জিক্যাল স্ট্রাইকের কথা ঘোষণা করল ভারতীয় সেনা। জম্মু-কাশ্মীরের ভারত-পাক সীমান্তে একাধিক জঙ্গি লঞ্চপ্যাড ধ্বংস করা হয়েছে বলে একটি বিবৃতিতে জানানো হয়েছে। একই সঙ্গে পাকিস্তান সেনার বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। ভারতীয় সেনার অভিযোগ, পাক সেনা যে জঙ্গিদের মদত দিচ্ছিল, তার প্রমাণ তারা পেয়েছে। জঙ্গি লঞ্চ প্যাড ধ্বংসের পাশাপাশি সীমান্তে পাকিস্তান সেনার কিছু কাঠামোও ধ্বংস করা হয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে এক সপ্তাহ আগেই। সেনা জানিয়েছে, গত শুক্রবার পাক সীমান্তে অভিযান চালানো হয়। কিন্তু বিষয়টি গোপন রাখা হয়েছিল। বৃহস্পতিবার কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে প্রচার করা হয়, বুধবার পাক সীমান্তে ফের সার্জিক্যাল স্ট্রাইকাল স্ট্রাইক চালানো হয়েছে। তারপরেই বিবৃতি প্রকাশ করে সেনা। জানানো হয়, বুধবার নয়, গত শুক্রবার এই ধরনের একটি অপারেশন চালানো হয়েছে।

গত বছর, লোকসভা নির্বাচনের কিছু দিন আগে পাকিস্তানেসার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোরবেলা জাতীর উদ্দেশে ভাষণে সেই স্ট্রাইকের কথা ঘোষণা করেছিলেন। যদিও বিষয়টি নিয়ে দেশ জুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। বিরোধীরা দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী যা দাবি করছেন, তার প্রমাণ দিতে হবে। আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে রীতিমতো শোরগোল হয়েছিল। পাকিস্তান বলেছিল, এরকম কিছুই হয়নি। ভারত এবং পাকিস্তানের মধ্যে কার্যত যুদ্ধ-পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল।

এ বারের ঘটনা নিয়ে অবশ্য তেমন কোনো শোরগোল তৈরি হয়নি। সরকারের তরফেও কোনো দাবি করা হয়নি। পাকিস্তান এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ডয়চে ভেলেকে ভারতীয় সেনার এক সূত্র জানিয়েছে, গত কয়েক মাস ধরেই ভারত-পাক সীমান্তে দুই দেশের সেনার মধ্যে গুলির লড়াই হচ্ছে। কিছু দিন আগে পাক সেনার গুলিতে কয়েকজন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছিল। সেনার দাবি, শীতের আগে সীমান্ত বরাবর জঙ্গি অনুপ্রবেশ ঘটনারো জন্যই পাক সেনা বার বার লাইন অফ কন্ট্রোলে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। গত এক মাসে বিষয়টি উদ্বেগজনক জায়গায় পৌঁছেছিল। তারপরেই সীমান্ত জুড়ে জঙ্গি লঞ্চপ্যাড ভাঙার পরিকল্পনা করে ভারত। সেই মতোই গত শুক্রবার অভিযান চালানো হয়। উরি, কেরান সেক্টরে একাধিক জঙ্গি লঞ্চপ্যাড ধ্বংস করা হয়েছে বলে সেনা জানিয়েছে। পাশাপাশি, পাক সেনার কিছু তেলের ডিপো এবং কাঠামোও ধ্বংস করা হয়েছে।

এসজি/জিএইচ (পিটিআই)