1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজআফগানিস্তান

কাবুলে মসজিদে বিস্ফোরণ, মৃত বহু

১৮ আগস্ট ২০২২

উত্তর কাবুলের একটি মসজিদে সন্ধ্যার প্রার্থনার সময় বড় বিস্ফোরণ। মৃত বহু।

https://p.dw.com/p/4FgZp
ফাইল ছবি।
ফাইল ছবি। ছবি: Ebrahim Noroozi/AP/picture alliance

পুলিশ জানিয়েছে, বুঝবার সন্ধ্যায় এই বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছেন। তবে তারা কোনো সংখ্যা জানায়নি।

কাবুলের পুলিশ প্রধান খালিদ জাদরান জানিয়েছেন, উত্তর কাবুলের মসজিদে বিস্ফোরণ হয়েছে। কতজন মারা গেছেন বা আহত হয়েছেন, সেই সংখ্যা তিনিও দেননি।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিস্ফোরণের কথা স্বীকার করে বলেছেন, দোষীদের উচিত শাস্তি দেয়া হবে।

কতজন মারা গেছেন তা এখনো স্পষ্ট হয়নি। সংবাদসংস্থাগুলিও একেকরকম সংখ্যা দিয়েছে। এএফপি বলেছে, অন্ততপক্ষে তিনজন মারা গেছেন। কিন্তু এপি-র মতে, দশজনের মৃত্যু হয়েছে। তালেবান সূত্র রয়টার্সকে জানিয়েছে, হতাহতের সংখ্যা ৩৮। 

মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।

কাবুলের এমার্জেন্সি হাসপাতাল একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, বিস্ফোরণের পর তাদের কাছে ২৭ জনকে নিয়ে আসা হয়েছে।

এখনো পর্যন্ত কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি।

সামাজিক মাধ্যমে যে ছবি পোস্ট করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, মেঝেতে অন্ততপক্ষে ছয়টি দেহ পড়ে আছে।

২০২১ সালের অগাস্ট মাসে তালেবান ক্ষমতা দখল করার পর থেকে বারবার বিস্ফোরণে কেঁপে উঠছে আফগানিস্তান। তালেবানের অভিযোগ, এই বিস্ফোরণের পিছনে আছে আইএস। তারা বারবার নিরাপত্তা দেয়ার কথা বললেও এখনো পর্যন্ত সফল হয়নি।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)