1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনায় কম বয়সিদের মৃত্যু বাড়ছে

২০ জুলাই ২০২১

বাংলাদেশে করোনা রোগী ও মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে৷ এবার ডেল্টা ধরনটি অনেক বেশি শক্তিশালী হওয়ায় অনেক ক্ষেত্রে চিকিৎসায়ও রোগীকে সারিয়ে তোলা যাচ্ছে না বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷

https://p.dw.com/p/3widx
ফাইল ছবিছবি: Mortuza Rahsed

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা গত দেড় বছরের সব মাসকে ছাড়িয়ে যাচ্ছে৷ 

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের মহাসচিব অধ্যাপক ডা.আহমেদুল কবীর বলেন, "আগে পেশেন্ট শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা চিকিৎসা করে ভালো করতে পেরেছি৷ এখন আমরা কিছু করতে পারছি না৷ কিছু কিছু জায়গায় মনে হচ্ছে, আমরা ভাইরাসের কাছে হেরে যাচ্ছি৷” ডেল্টার সংক্রমণ নগর ছাড়িয়ে গ্রামে পৌঁছে যাওয়া এবং আক্রান্ত কম বয়সিদের মৃত্যু বেড়ে যাওয়া বিপর্যয়কর এই পরিস্থিতি তৈরি করেছে বলে চিকিৎকদের ভাষ্য৷ 

গত বছরের এই সময়ের সঙ্গে এবারের পার্থক্য তুলে ধরে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল বলেন, "গত বছরে সংক্রমণ শুধু ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরগুলোতে ছিল৷ এবার ঢাকার বাইরেও সংক্রমণ ছড়িয়েছে ব্যাপক আকারে৷ একটা সময় আমরা বলতাম, বয়স্ক যাদের কোমর্বিডিটি বেশি, তারা মারা যাচ্ছে৷ কিন্তু এখন দেখছি ইয়াংরাও মারা যাচ্ছে৷”

ভারতে উদ্ভূতর স্থানীয় সংক্রমণ ঘটায় গত এপ্রিলে মহামারির দ্বিতীয় ঢেউয়ে দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা হু হু করে বাড়তে থাকে৷ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছে সাড়ে ১০ হাজার জন৷ মৃতের সংখ্যার ঊর্ধ্বগতিতে জুলাইয়ের প্রথম ১৮ দিনেই ৩ হাজার ৩৯১ জনের মৃত্যু ঘটেছে৷

এত আক্রান্ত ও মৃত্যুর কারণ জানতে চাইলে ডা. আহমেদুল কবীর বলেন, " ডেল্টা ধরনটি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে এসেছে৷ অনেক ক্ষেত্রে চিকিৎসায়ও রোগীকে সারিয়ে তোলা যাচ্ছে না৷ ভাইরাস সবার আগে ফুসফুসটাকে ড্যামেজ করে দিচ্ছে৷” 

ডা. আবু জামিল ফয়সাল বলেন, "এবারের করোনাভাইরাস সংক্রমণের সবচেয়ে বড় পরিবর্তন হলো সংক্রমণ বৃদ্ধি শুরুই হয়েছে ঢাকার বাইরের সীমান্ত সংলগ্ন জেলাগুলো থেকে৷ সংক্রমণ মোকাবেলায় ঢাকার চিকিৎসক-নার্সরা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে প্রস্তুত হলেও বাইরের হাসপাতালগুলো প্রস্তুত নয়৷'' 

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান