1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনার টিকা বলে স্যালাইন জার্মানিতে

১৩ আগস্ট ২০২১

জার্মানিতে করোনার টিকা বলে স্যালাইন দেয়া হলো। এক নার্সের কীর্তি। তার চাকরি গেছে।

https://p.dw.com/p/3yvrl
Impfstart Brandenburg Großräschen Seniorenheim
জার্মানিতে নার্সের কীর্তি। ভ্যাকসিনের বদলে স্যালাইন। ছবি: Fabrizio Bensch/REUTERS

এমন কাণ্ড এতদিন অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলিতে দেখা যেত। তাই বলে উন্নত দেশ জার্মানিতেও এরকম ঘটনা ঘটবে, তা ভাবা যায় না। করোনার ভ্যাকসিনের নাম করে স্যালাইন ওয়াটার দিয়েছেন জার্মানির এক নার্স। গত ৫ মার্চ থেকে ২০ এপ্রিলের মধ্যে ভ্যাকসিন নেয়া আট হাজার ৫৫৭ জন এর ফলে প্রভাবিত হতে পারেন। এই ঘটনা ঘটেছে উত্তর জার্মানির লোয়ার স্যাক্সনির একটি শহরে।

নার্সের আইনজীবীর দাবি, চাকরি বাঁচাতে গিয়েই এই কাজ করতে হয়েছে তাকে।

নার্সের বক্তব্য

গত এপ্রিলে ওই নার্স ভ্যাকসিনের বদলে স্যালাইন ওয়াটারের টিকা দিয়েছেন। নার্সের আইনজীবীর দাবি, ওই ঘটনা একবারই ঘটেছিল। নার্স ভ্যাকসিনের একটি শিশি ভেঙে ফেলেন। তারপর তিনি খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। তখন ভয় পেয়ে ও চাকরি বাঁচাতে তিনি স্যালাইন টিকা দিয়ে দেন। আইনজীবীর দাবি, ওই নার্স ভ্যাকসিনের মধ্যে স্যালাইন যোগ করে টিকা দিয়েছেন। ফলে একেবারে ভ্যাকসিন দেয়া হয়নি, এমন নয়।

তদন্তকারীদের বক্তব্য, নার্স স্বীকার করেছেন, তিনি ছয়বার ভ্যাকসিনের নাম করে স্যালাইন দিয়েছেন। কিন্তু তার দাবি তারা মানছেন না। তাদের ধারণা, আরো অনেককে স্যালাইন দিয়েছেন ওই নার্স। প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, ওই নার্স আরো অনেককে স্যালাইন দিয়েছে বলে তাদের এখন মনে হচ্ছে। নার্সকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

ওই নার্স কেন এই কাজ করলেন, তা বোঝা যাচ্ছে না। তবে সামাজিক মাধ্যমে তিনি টিকা নিয়ে তার সংশয়ের কথা জানিয়েছিলেন। তার আইনজীবী জানিয়েছেন, এর পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।

কর্তৃপক্ষের বক্তব্য

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, স্যালাইন দেয়ায় এমনিতে শরীরের কোনো ক্ষতি হবে না। কিন্তু করোনা ভাইরাসের অ্যান্টিবডি তৈরির জন্য টিকা দেয়া হচ্ছে। সেটা তৈরি হবে না। আর ওই সময় মূলত বয়স্করা টিকা পেয়েছেন। ফলে তারা ঝুঁকিতে থাকবেন। কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, ওই ঘটনার পর এলাকায় করোনার প্রকোপ বাড়েনি।

জিএইচ/এসজি (ডিপিএ, ইপিডি)