1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনার টিকাছাড়াদের জার্মানিতে প্রবেশে কড়াকড়ি

১ আগস্ট ২০২১

করোনার টিকা নেওয়া না থাকলে জার্মানিতে প্রবেশের ক্ষেত্রে নেগেটিভ সনদ অথবা করোনা থেকে সেরে ওঠার প্রমাণ দেখাতে হবে৷ রোববার থেকে এই নিয়ম কার্যকর করেছে দেশটি৷

https://p.dw.com/p/3yO9T
ছবি: Zumapress/picture alliance

বিদেশ থেকে ফেরা যাত্রীদের মধ্যে করোনা সংক্রমণের হার বেড়ে চলায় ও ডেলটা ভেরিয়েন্টের বিষয়ে সতর্কতার অংশ হিসেবে  ১ আগস্ট থেকে নতুন এ নিয়ম চালু করেছে জার্মানি৷ ১২ বছর ও তার বেশি বয়সিদের জন্য করোনার পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে৷ তবে টিকা নেওয়ার অথবা করোনা থেকে সেরে উঠার প্রমাণ দেখালে এই নিয়ম প্রযোজ্য হবে না৷ সেই সঙ্গে ট্রানজিট বা আন্তঃসীমান্ত যাতায়তকারীরাও এই বাধ্যবাধকতার বাইরে থাকবেন৷

পরীক্ষার ক্ষেত্রে জার্মানিতে প্রবেশের ৪৮ ঘণ্টার মধ্যে করা রেপিড টেস্ট অথবা ৭২ ঘণ্টার মধ্যে করা পিসিআর টেস্ট বিবেচনায় নেয়া হবে৷ তবে ‘ভাইরাস ভ্যারিয়েন্ট'-এর তালিকায় থাকা দেশ থেকে আগতদের রেপিড টেস্ট হতে হবে ২৪ ঘণ্টার মধ্যে৷ এর আগে বিমানে করে জার্মানিতে আসাদের ক্ষেত্রে এমন বাধ্যবাধকতা থাকলেও সড়ক বা সমুদ্রপথে আগতদের ক্ষেত্রে বর্তমান নিয়মটি কার্যকর করা হয়েছে৷

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার নতুন নিয়মের ক্ষেত্রে অব্যাহতভাবে নজরদারি চালানো ও অমান্যকারীদের বড় ধরনের জরিমানার করা হবে বলে সতর্ক করেছেন৷ দেশটির ট্যাবলয়েড সংবাদমাধ্যম ‘বিল্ড আম সনটাগ'-কে তিনি বলেন, যিনিই জার্মানিতে আসেন না কেন তাকে শর্তগুলো পূরণ করতে হবে৷

কারোনা নেগেটিভ সনদ না থাকলে তাকে থাকতে হবে বাধ্যতামূলক কোয়ারান্টিনে৷ ইউরোপের বাইরে থেকে আসা প্রত্যেক ব্যক্তিকেই বিমানবন্দর ও সমুদ্রবন্দরে নেগেটিভ সনদ দেখাতে হবে বলে জানান সেহোফার৷ অন্যদিকে সীমান্ত সড়কে জট এড়াতে যাত্রী অনিয়মিতভাবে পরীক্ষা করবে কর্তৃপক্ষ৷

বর্তমানে জার্মানিতে ৬১ শতাংশ মানুষ করোনার অন্তত একটি টিকা পেয়েছেন৷ পুরোপুরি টিকা নিয়েছেন ৫১ শতাংশ৷ সম্প্রতি দেশটিতে করোনার সংক্রমণ ঊর্ধ্বমূখী৷ রোববার ২০৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে যা আগের সপ্তাহের চেয়ে ৭১০ জন বেশি৷ সেই সঙ্গে সপ্তাহের হিসাবে প্রতি লাখ জনগোষ্ঠীর বিপরীতে গড় সংক্রমণ ১৬ দশমিক নয়জন থেকে বেড়ে ১৭ দশমিক পাঁচজন হয়েছে৷ তবে আক্রান্তের এই সংখ্যা এখনও প্রতিবেশী দেশ ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডসের চেয়ে অনেক কম৷ যদিও ডেলটা ভেরিয়েন্ট ও গ্রীষ্মকালীন ভ্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে

এফএস/আরআর (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান