1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবিসিতে পুলিশি অভিযান বৈধ

১৭ ফেব্রুয়ারি ২০২০

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি)-র বার্তাকক্ষে  ২০১৯ সালের পুলিশি অভিযান বৈধ বলে রায় দিয়েছে দেশটির একটি আদালত৷

https://p.dw.com/p/3Xt5g
Australien Durchsuchung ABC, Australian Broadcasting Corporation | Polizist
ছবি: Imago Images/AAP

সিডনিতে এবিসির সদরদপ্তরে গত বছর জুনের ওই অভিযানে আফগানিস্তানে অস্ট্রেলিয়ার বিশেষায়িত বাহিনীর সম্ভাব্য যুদ্ধাপরাধ নিয়ে ২০১৭ সালে করা একটি অনুসন্ধানী প্রতিবেদনের নথি জব্দ করে পুলিশ৷

প্রতিরক্ষা বিষয়ে ফাঁস হওয়া কিছু তথ্যের ভিত্তিতে ওই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছিল৷ এবিসির দাবি, জব্দ করা নথিতে আফগানিস্তানে অস্ট্রেলীয় সেনাদের অবৈধ হত্যাকাণ্ডের প্রমাণ আছে৷

এবিসি অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম৷ সেটির বার্তাকক্ষে পুলিশি অভিযানের বৈধতাকে চ্যালেঞ্জ করে এবং জব্দ করা নথি ফেরত চেয়ে ওই বছরই মামলা করে এবিসি কর্তৃপক্ষ৷

সোমবার ওই মামলার রায় ঘোষণা করা হয়৷ এই রায়কে ‘গণতন্ত্রের উপর আঘাত‘ এবং ‘এটা অবশ্যই আমাদের জন্য আতঙ্কের বার্তা' বলেছেন তারা৷ 

সোমবারের রায়ে ফেডারেল আদালতের বিচারপতি উইন্ডি আব্রাহাম বলেন, এবিসি কর্তৃপক্ষ পুলিশের সার্চ ওয়ারেন্ট অবৈধ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন৷

এবিসি নিউজের পরিচালক গ্যাভেন মরিস বলেন, ‘‘এদেশে জনগণের স্বার্থে করা সাংবাদিকতার যে বেহাল দশা সেটা এখন বেশ পরিষ্কার৷

‘‘আমার মনে হয়, আদালতের এই রায় আদতে পুলিশকে যেকোনো বার্তাকক্ষের ভেতরে ঢুকে গোপনীয় নথিপত্র ঘাঁটার অনুমতি দিয়ে দিলো৷''

অভিযানের পক্ষে সাফাই গেয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, জাতীয় নিরাপত্তার স্বার্থে অভিযানটি চালানো হয়েছে৷ অন্যথায় ‘জাতীয় স্বার্থ ভয়াবহ সংকটে' পড়ার আশঙ্কা ছিল৷

এসএনএল/এসিবি (ইএফই, ডিপিএ)