1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপের পার্লামেন্টেও যৌন হয়রানির শিকার নারী

১৭ অক্টোবর ২০১৮

ইউরোপের প্রায় অর্ধেক নারী রাজনীতিবিদ ও পার্লামেন্টের নারী সদস্যই সহিংসতার শিকার হয়েছেন বলে এক গবেষণায় জানা গেছে৷ এমন সব ঘটনায় নারীরা যাতে নির্দ্বিধায় কথা বলতে পারেন, তেমন ব্যবস্থাও নেই ইউরোপের অধিকাংশ পার্লামেন্টে৷

https://p.dw.com/p/36gc3
Europaparlament Terry Reintke mit #metoo Schild
ছবি: Getty Images/AFP/P. Hertzog

ইউরোপের প্রায় অর্ধেক নারী রাজনীতিবিদ ও পার্লামেন্টের নারী সদস্যই সহিংসতার শিকার হয়েছেন বলে এক গবেষণায় জানা গেছে৷ এমন সব ঘটনায় নারীরা যাতে নির্দ্বিধায় কথা বলতে পারেন, তেমন ব্যবস্থাও নেই ইউরোপের অধিকাংশ পার্লামেন্টে৷

মঙ্গলবার প্রকাশ হওয়া এ গবেষণা বলছে, নারী রাজনীতিবিদ ও পার্লামেন্টের নারী সদস্যরা হত্যা, নির্যাতন, এমনকি ধর্ষণের হুমকিও পেয়ে থাকেন৷ সন্তানকে অপহরণ ও হত্যার হুমকি পাওয়ার কথাও জানিয়েছেন অনেকে৷

ইউরোপীয় কাউন্সিলের পার্লামেন্টারি অ্যাসেম্বলি এবং স্বতন্ত্র সদস্যদের সংগঠন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন এই তথ্য প্রকাশ করেছে৷

গবেষণায় অংশ নেয়া নারীদের ৮৫ শতাংশ বলছেন, তাঁরা মানসিক আক্রমণের শিকার হয়েছেন৷ মোট ৬৮ শতাংশ বলছেন, নারী হওয়ার কারণে তাঁদের বিভিন্ন আক্রমণাত্মক কথা শুনতে হয়েছে৷ ২৫ শতাংশ সরাসরি যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন৷

এমন সহিংসতার শিকারসবচেয়ে বেশি হয়েছেন ৪০ বা তার চেয়ে কম বয়সি নারীরা৷ পার্লামেন্ট কর্মীদের ৪৯ শতাংশ কর্মক্ষেত্রে হয়রানির কথা বলছেন৷ এসব হয়রানির ৭০ ভাগই সংগঠিত হয়েছে পুরুষ রাজনীতিবিদদের দ্বারা৷

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট গাব্রিয়েলা কুয়েভাস জানিয়েছেন, ‘‘গবেষণার এই ফল দেখিয়ে দিয়েছে পার্লামেন্টে নারীর প্রতি সহিংসতা আমরা যেমন ভাবতাম,তার চেয়েও বেশি খারাপ৷ এই তথ্য একজন নারী এমপি হিসেবে আমার জন্যও উদ্বেগের৷''

তিনি বলেন, ‘‘হয়রানি শুধু নারী অধিকারের চরম লঙ্ঘনই নয়, গণতন্ত্রের জন্যও ক্ষতিকর৷''

ইউরোপের ৪৫টি দেশের পার্লামেন্ট থেকে মোট ১২৩ জন (৮১ জন এমপি ও ৪২ জন কর্মী) এই গবেষণায় অংশ নিয়েছেন৷

বিচারহীনতা

ইউরোপের বেশিরভাগ পার্লামেন্টে এ ধরনের হয়রানির ঘটনায় নারীদের সাহায্য চাওয়া বা বিচার প্রার্থনার পর্যাপ্ত সুযোগ নেই৷ ফলে হয়রানি করেও পার পেয়ে যাচ্ছেন পুরুষ এমপিরা৷

যৌন হয়রানির শিকার মাত্র ২৩ দশমিক ৫ শতাংশ নারী এমপি ও ৬ শতাংশ পার্লামেন্ট কর্মী লিখিত অভিযোগ দায়ের করার কথা জানিয়েছেন৷ পাশাপাশি গবেষণায় দেখা গেছে, লিঙ্গবৈষম্য দূর করতে এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে কাজ করা নারীরাই এসব আক্রমণের শিকার হয়েছেন বেশি৷

ডেভিড মার্টিন/এডিকে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য