1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোতে আজ স্পেন-সুইজারল্যান্ড, ইটালি-বেলজিয়াম

২ জুলাই ২০২১

শুক্রবার শুরু হচ্ছে ইউরো ২০২০-এর শেষ আটের লড়াই৷ প্রথম ম্যাচে সুইজারল্যান্ড মুখোমুখি হচ্ছে স্পেনের৷ আর দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের প্রতিপক্ষ ইটালি৷

https://p.dw.com/p/3vvhH
ইউরো
নকআউট পর্বে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় বেলজিয়াম৷ছবি: Nico Vereecken/Panoramic International/imago images

ইতিমধ্যে নিজেদের সেরা পারফর্মেন্স দেখিয়েছি সুইজারল্যান্ড৷ নকআউট পর্বে শিরোপাপ্রত্যাশী বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়েছে তারা৷ ফলে ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলছে সুইজারল্যান্ড৷

বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হতে যাওয়া এ ম্যাচের অপর দল স্পেনও ইতিমধ্যে নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিয়েছে৷ নকআউট পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত পার্ফমেন্সে স্মরণ করিয়ে দিয়েছে যে, শিরোপা হাতে নিতে উন্মুখ তারাও৷

এদিকে দ্বিতীয় ম্যাচে ফিফা ব়্যাংকিংয়ে র্শীষে থাকা বেলজিয়াম মুখোমুখি হচ্ছে আরেক শক্তিশালী দল ইটালির৷

বেলজিয়ামের এ দলটিকে বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দল৷ গত বিশ্বকাপ থেকে শুরু করে চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত সে প্রমাণও তারা দিয়েছে৷ নকআউট পর্বে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছিল তারা৷ 

তবে বেলজিয়ামের জন্য চিন্তার বিষয় হলো আজার ও ডি ব্রুয়েনের ইনজুরি৷ ইটালির বিপক্ষে মাঠে নামতে এ দুই মূল স্তম্ভ কতটা ফিট সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি৷

বাংলাদেশ সময় রাত একটায় শুরু হওয়া এ ম্যাচের অপর দল শক্তিশালী ইটালি৷ গ্রুপ পর্ব থেকেই নিজেদের সামর্থ্যের পরিপূর্ণ প্রকাশ ঘটিয়েছে দলটি৷ নকআউট পর্বে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারায় তারা৷ আর গ্রুপ পর্বে তুরস্ক, সুইজারল্যান্ড ও ওয়েলসকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের সমার্থ্যের প্রমাণ দেয় তারা৷

আরআর/জেডএইচ (ডিপিএ)

জার্মান কোচ ইওয়াখিম ল্যোভের বিদায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান