1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জয়ী ইংল্যান্ড, হার জার্মানির

৩০ জুন ২০২১

হেরে গেল জার্মানি। জিতল ইংল্যান্ড। ঘরের মাঠে গোল দিলেন স্টার্লিং ও হ্যারি কেন।

https://p.dw.com/p/3vnQR
গোল করার পর স্টার্লিংয়ের উচ্ছ্বাস।ছবি: John Sibley/REUTERS

এই ওয়েম্বলি স্টেডিয়ামেই ১৯৯৬ সালে ইউরোর সেমিফাইনালে জার্মানির কাছে হেরেছিল ইংল্যান্ড। টাইব্রেকারে গোল করতে পারেননি সাউথগেট। তিনিই ছিলেন এবার ইংল্যান্ডের কোচ। ২৫ বছর আগে ওয়েম্বলিতে সেই হারের বদলা নিল ইংল্যান্ড। স্টার্লিং এবং হ্যারি কেনের গোলে। এবারের মতো ইউরো থেকে বিদায় নিল জার্মানি।

জার্মান ডিফেন্ডাররা এদিন স্টার্লিংকে সামলাতে হিমশিম খেয়ে যান। চকিতে গতি বাড়িয়ে তিনি একের পর এক ডিফেন্ডারকে বেসামাল করে দিচ্ছিলেন। ৭৫ মিনিটে গোল করেন তিনি। এবারের ইউরোয় তিন নম্বর গোল। ৮৬ মিনিটে হেড করে গোল দেন হ্যারি কেন। এর আগে তিনি গোল করার সহজ সুযোগ নষ্ট করেছিলেন।

EURO 2020 | Deutschland vs England
দুই দলের কোচ সাউথগেট এবং লো। জার্মানির কোচ হিসাবে এটাই ছিল লো-র শেষ ম্যাচ। ছবি: John Sibley/REUTERS

জার্মানি যে গোল করার সুযোগ পায়নি তা নয়। গোলরক্ষককে সামনে পেয়েও বল বাইরে মারেন মুলার। ইংল্যাল্ডের গোলরক্ষক দুইটি নিশ্চিত গোল বাঁচান।

এবার জার্মানিরও কোচবদল হচ্ছে। দীর্ঘদিন ধরে কোচ থাকার পর সরে যাচ্ছেন লো, দলের দায়িত্ব নিচ্ছেন হ্যান্সি ফ্লিক। তিনি নিজের মতো করে দল সাজাবেন। তবে শেষ ম্যাচে জার্মান কোচ লো-র কৌশল ঠিকই ছিল। কিন্তু ফুটবলাররা গোল করতে ব্যর্থ হন।

জিএওইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)