1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপ ‘নির্মমভাবে’ করোনাবিধি শিথিল করেছে: ডাব্লিউএইচও

২৩ মার্চ ২০২২

ইউরোপে, বিশেষ করে জার্মানি এবং ব্রিটেনে আবার করোনা ভাইরাসের বেশি সংক্রামক বিএ২ সংস্করণের সংক্রমণ বাড়তে শুরু করেছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ইউরোপের বিভিন্ন দেশে করোনা বিধিনিষেধ শিথিলের সমালোচনা করেছে৷ 

https://p.dw.com/p/48vvJ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুছবি: HANS PUNZ/APA/picturedesk.com/picture alliance

জার্মানি, ফ্রান্স, ইটালি এবং ব্রিটেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের করোনা বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত অত্যন্ত ‘‘নির্মমভাবে’’ নেয়া হয়েছে বলে মনে করছে ডাব্লিউএইচও৷ 

এই দেশগুলোতে এখন করোনা সংক্রমণ আবার বাড়ছে, যা সম্ভবত ভাইরাসটির বেশি সংক্রামক সংস্করণ বিএ২, যোগ করেছে ডাব্লিউএইচও৷

সংস্থাটির ইউরোপ অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লু জানিয়েছেন যে, মহাদেশটিতে করোনাভাইরাস সংক্রান্ত অগ্রগতির বিষয়ে তিনি ‘‘আশাবাদী, কিন্তু সতর্ক’’৷ 

মলদোভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘ডাব্লিউএইচও-র ইউরোপীয় অঞ্চলভুক্ত ৫৩টি দেশের ১৮টিতে ভাইরাসের সংক্রমণ বাড়ছে৷’’

‘‘যেসব দেশে আমরা সুনির্দিষ্টভাবে সংক্রমণ বাড়তে দেখছি, সেগুলো হচ্ছে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, গ্রিস, সাইপ্রাস, ফ্রান্স, ইটালি এবং জার্মানি৷ এসব দেশ করোনা বিধিনিষেধ নির্মমভাবে অনেক বেশি থেকে অনেক কম করে ফেলেছে,’’ যোগ করেন তিনি৷

ডাব্লিউএইচও-র পরিসংখ্যান অনুযায়ী, ইউরোপে করোনা সংক্রমণের হার জানুয়ারির শেষের দিকে উল্লেখযোগ্যভাবে কমে যায়৷ কিন্তু মার্চের শুরুর দিকে তা আবারো বাড়তে শুরু করে৷ গত সপ্তাহে ইউরোপে নতুন করে করোনায় আক্রান্ত হন ৫১ লাখ মানুষ, আর এই সময়ে করোনায় মারা গেছেন ১২,৪৯৬ জন৷

এআই/এসিবি (রয়টার্স, এপি)

সোমবারের ছবিঘরটি দেখুন...