1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে করোনার বিধিনিষেধ শিথিলের প্রস্তুতি

১৪ ফেব্রুয়ারি ২০২২

করোনা সংক্রমণের হার কমতে থাকায় জার্মানিতে বিধিনিষেধ শিথিল করার ডাক বাড়ছে৷ বিশেষজ্ঞরা অবশ্য সতর্কতার সঙ্গে এগোনোর পরামর্শ দিচ্ছেন৷ হেমন্তকালে নতুন ঢেউয়ের আশঙ্কা করছেন তারা৷

https://p.dw.com/p/46yOd
৯ ফেব্রুয়ারি কোলন শহরের একটি রাস্তাছবি: Martin Meissner/AP Photo/picture alliance

জার্মানিতে করোনা সংক্রমণের হার ধীরে ধীরে কমার লক্ষণ দেখা যাওয়ায় বিভিন্ন মহল থেকে বিধি শিথিল করার ডাক বাড়ছে৷ সরকারের নিজস্ব বিশেষজ্ঞ পরিষদও শর্তসাপেক্ষে এমন পদক্ষেপ সম্ভব বলে মনে করছে৷ রোববার সন্ধ্যায় পরিষদের এক বিবৃতি অনুযায়ী আগামী কয়েক সপ্তাহে সংক্রমণের হার স্থির থাকলে বা ধারাবাহিকভাবে কমতে পারে, এমন সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে৷ সেইসঙ্গে হাসপাতালের উপর চাপও ধারাবাহিকভাবে কমতে থাকলে তবেই রাষ্ট্রীয় বিধিনিষেধ শিথিল করা উচিত হবে বলে বিশেষজ্ঞ পরিষদ মনে করছে৷ তড়িঘড়ি করে এমন পদক্ষেপ নিলে করোনা আবার মাথাচাড়া দিয়ে উঠবে বলে বিবৃতিতে সতর্ক করে দেওয়া হয়েছে৷ মাস্ক পরার নিয়ম চালু রাখা ও করোনা টেস্ট সংক্রান্ত নীতিতে রদবদলেরও পরামর্শ দিয়েছে পরিষদ৷ উল্লেখ্য, জার্মানিতে প্রতি এক লাখ মানুষের মধ্যে করোনা সংক্রমণের গড় সাপ্তাহিক হার সোমবার প্রায় ৪৫৯ ছুঁয়েছে৷

আগামী বুধবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ও রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে করোনা সংক্রান্ত বিধি শিথিল করার বিষয়ে আলোচনা হবার কথা৷ করোনার অন্যান্য সংস্করণের তুলনায় ওমিক্রন ভেরিয়েন্ট আপাতদৃষ্টিতে অপেক্ষাকৃত কম ক্ষতিকারক মনে হলেও সরকার ও প্রশাসন ইউরোপের অন্যান্য অনেক দেশের মতো এখনই বিধিনিয়ম শিথিল করতে চাইছে না৷ সুযোগ সত্ত্বেও করনো টিকা না নেওয়া মানুষের সংখ্যা এখনো যথেষ্ট বেশি হওয়ায় হাসপাতালের উপর মারাত্মক চাপের আশঙ্কা রয়েছে৷ তবে একাধিক রাজ্য কিছু নিয়ম শিথিল করেছে৷

এমন পরিস্থিতিতে এখনই করোনা সংক্রান্ত বিধিনিয়ম শিথিল না করলেও ধাপে ধাপে সেই পরিকল্পনা প্রস্তুত করার জন্য চাপ বাড়ছে৷ বুধবারের বৈঠকে সেই খসড়া প্রস্তুত করা হবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ সেইসঙ্গে সংক্রমণ সুরক্ষা সংক্রান্ত আইনের মেয়াদ বাড়ানোর বিষয়েও ফেডারেল ও রাজ্য সরকারগুলিকে সিদ্ধান্ত নিতে হবে৷ আপাতত ১৯শে মার্চ পর্যন্ত সেটি কার্যকর রয়েছে৷ সেই আইনের ভিত্তিতেই যাবতীয় বিধিনিয়ম কার্যকরা সম্ভব হচ্ছে৷

বসন্ত ও গ্রীষ্মের মাসগুলিতে জার্মানিতে করোনা পরিস্থিতির উন্নতির আশা জোরালো হলেও হেমন্ত ও শীতকালে আবার সংক্রমণের হার দ্রুত বেড়ে যেতে পারে বলে অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন৷ বিশেষ করে ততদিনে করোনা ভাইরাসের নতুন কোনো ভেরিয়েন্ট মাথাচাড়া দিয়ে উঠলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে৷ মহামারি শেষ হওয়া পর্যন্ত  জনসাধারণকে বার বার করোনা টিকা নিতে হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন৷ সরকারের বিশেষজ্ঞ পরিষদও সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে৷ জার্মানির রবার্ট কখ ইনস্টিটিউটও চলতি বছর হেমন্ত কালে করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের আশঙ্কা করছে৷

এসবি/কেএম (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান